প্রকাশিত সংবাদের ব্যাখ্যা

আনোয়ারা প্রতিনিধি | রবিবার , ১৬ নভেম্বর, ২০২৫ at ৫:০১ পূর্বাহ্ণ

গত ১৪ নভেম্বর দৈনিক আজাদীর ২য় পাতায় প্রকাশিত ‘আনোয়ারায় বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে মশাল মিছিল’ শিরোনামে প্রকাশিত সংবাদের একটি অংশে ভুলবশতঃ আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোশাররফ হোসেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ শাহজাহান, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মনজুরউদ্দিন চৌধুরী, দক্ষিণ জেলা বিএনপির সদস্য এডভোকেট ফৌজুল আমীন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ভিপি মোজাম্মেল হক, আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির চৌধুরী আনচার, চট্টগ্রাম দক্ষিণ জেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ইকবাল হায়দার চৌধুরী, আনোয়ারা উপজেলা যুবদলের আহবায়ক হারেছ আহমেদ, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক নইমুদ্দিন চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুদ্দিন সবুজ কে সংবাদে ‘বিক্ষোভ মিছিলে অংশ নেন’ হিসেবে উল্লেখ করা হয়। যাহা ভুলভাবে প্রকাশিত হয়েছে। প্রকৃতপক্ষে উল্লেখিত বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার জামাল নিজামকে পূর্ণ সমর্থন জানিয়ে বিবৃতি প্রদান ও দলের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে মশাল মিছিলের তীব্র নিন্দা জানিয়ে এ ঘটনায় জড়িতদের দল থেকে বহিস্কারের দাবি জানান।

পূর্ববর্তী নিবন্ধনিমতলা-সল্টগোলা সড়ক উন্নয়ন কাজ পরিদর্শন করলেন চসিক কর্মকর্তারা
পরবর্তী নিবন্ধহালিশহরের রাস্তাঘাটের বেহাল দশা : প্রতিকার চাই