চট্টগ্রাম–১২ (পটিয়া) সংসদীয় আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের একজন সফল নেতা। তার নেতৃত্বে বিএনপি নেতাকর্মীরা জীবনবাজি রেখে ১৫ বছর ধরে আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখেছেন। তারেক রহমান প্রিয় বাংলাদেশের জনগণের মৌলিক অধিকার রক্ষা আন্দোলনে যেভাবে ইতিহাস রচনা করেছেন, ঠিক সেভাবেই তার ঘোষিত রাষ্ট্র মেরামতের জন্য ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন হলে আমরা একটি সাম্য, মানবিক এবং গণতান্ত্রিক উন্নত রাষ্ট্রের সিঁড়িতে উঠতে পারবো। বিএনপি যতবার বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, ততবারই জনগণের অধিকার রক্ষায় ভূমিকা পালন করেছে। যদি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের জনগণ আবারও বিএনপির ধানের শীষকে বিজয়ী করে ক্ষমতায় আনেন, তাহলে পটিয়াকে একটি সুন্দর এবং বসবাসের জন্য নিরাপদ এলাকা গড়ে তুলবো।
গতকাল শনিবার পটিয়া পৌরসভার তালতলা চৌকি মাঠে, পৌরসভার ৯নং ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্দোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের জন্য ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত উঠোন বৈঠকে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেছেন। পটিয়া পৌরসভার ৯নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি জসীম উদ্দীন মল্লার সভাপতিত্বে ও পৌরসভা বিএনপি নেতা এম মনজুরুল আলম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত উঠোন বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম সওদাগর, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক, পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী আবু তাহের, পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আলহাজ্ব আবুল ফয়েজ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












