আলোর দিশা ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল শনিবার সকালে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা, সর্পদংশন–দুর্ঘটনা–অগ্নিকাণ্ডে প্রাথমিক করণীয়, রক্তের গ্রুপ, ডায়েবেটিস ও ব্লাড প্রেসার নির্ণয়, গোসল–কাফন ইত্যাদি বিষয়ক কর্মশালা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও চবি অধ্যাপক ড. মুহাম্মদ নুর হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. ইকরাম হোসেন। প্রধান প্রশিক্ষক ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডা. কাজী আশিক আমান। উপস্থিত ছিলেন চবি অধ্যাপক ড. আয়েশা আফরিন, শিল্পপতি লতিফা মোহাম্মদ, মুক্তিযোদ্ধা দেওয়ান মাকসুদ আহমদ, সহসভাপতি এম.এ. সবুর, কোষাধ্যক্ষ সালেহ আহমদ, সদস্য কাজী সুলতানুর রশীদ, সৈয়দা শিরিণ আক্তার চৌধুরী, পরিসংখ্যানবিদ শওকত আল–আমীন প্রমুখ। অগ্নিকাণ্ডে করণীয় বিষয়য়ে চবক ফায়ার ইন্সপেক্টর মো: মাসুম উদ–দৌলা চৌধুরী, সর্পদংশনে করণীয় বিষয়ে হৃদয় বড়ুয়া, গোসল–কাফন বিষয়ে মুহাদ্দিস ইকরামুল হক, অঙিজেন সিলিন্ডার পরিচালনা বিষয়ে ফখরুল ইসলাম প্রশিক্ষণ প্রদান করেন। নিবন্ধিত ৫০ জন প্রশিক্ষণার্থীকে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হয়। বক্তারা বলেন, স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রশিক্ষিত যুবসমাজ তৈরি করতে হবে। এই জন্য পর্যায়ক্রমে শিক্ষিত প্রত্যেক যুবক–যুবতীকে প্রশিক্ষণের আওতায় আনতে হবে। চিকিৎসা ও দুর্ঘটনা সম্পর্কে প্রাথমিক জ্ঞান থাকলে অনেক মানুষের জীবন রক্ষা করা সম্ভব হবে। তারা আরো বলেন, প্রশিক্ষণের নির্ধারিত বিষয়াদি সম্পর্কে প্রাথমিক ধারণা থাকলে মানুষের জান–মাল রক্ষা, ক্ষয়–ক্ষতি এড়ানো এবং প্রয়োজনীয় সেবা প্রদান করা সম্ভব হবে। প্রেস বিজ্ঞপ্তি।












