চকরিয়া তাহজীবুল উম্মাহ দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ

| রবিবার , ১৬ নভেম্বর, ২০২৫ at ৫:৪০ পূর্বাহ্ণ

নতুন শিক্ষাবর্ষে ছাত্রছাত্রীদের পাঠদান কার্যক্রম আরও সুন্দর ও কার্যকরভাবে পরিচালনার বিষয়ে পরামর্শ আদানপ্রদানের লক্ষ্যে চকরিয়া তাহজীবুল উম্মাহ দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ৯টায় মাদ্রাসার হলরুমে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন মাদ্রাসার সুপার মাওলানা আব্বাস উদ্দিন। সিনিয়র শিক্ষক আলাউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন সিনিয়র সহকারী মাওলানা হাফেজ মুহাম্মদ আব্দুল্লাহ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া তাহজীবুল উম্মাহ দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও সাবেক বৃহত্তর চিরিংগা ইউনিয়নের চেয়ারম্যান আবুল হাসেম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া আনোয়ারুল উলুম কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক আ ফ ম ইকবাল হাসান, চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সেলিম উল্লাহ, মসজিদে নুরাইন বিনামারা চকরিয়ার খতিব মাওলানা জাফর আলম হামিদী এবং চকরিয়া সিনিয়র জর্জ কোটের আইনজীবী অ্যাডভোকেট মিজবাহ উদ্দীন। সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক মোহাম্মদ কামাল উদ্দিন, হাফেজ মুবিনুল হক, আব্দুল মান্না, হ্যাপি জান্নাত, রোজিনা আকতার, আরজু বেগম, জন্নাতুল ফেরদৌস এবং তাছলিমা জান্নাত। অনুষ্ঠানে অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন রায়হানুল হক রিপন, জাহেদুল ইসলাম এবং সেলিম উল্লাহ। ছাত্রছাত্রীদের পক্ষে বক্তব্য রাখে রবিউল হাসান, মুনতাহা জান্নাত এবং মুহাম্মদ হামিম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশসহ দক্ষিণ চট্টগ্রামে উন্নয়ন করেছে বিএনপি, কোনো ব্যক্তি নয়
পরবর্তী নিবন্ধস্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রশিক্ষিত যুবসমাজ তৈরি করতে হবে