গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ও চারা বিতরণ

| রবিবার , ১৬ নভেম্বর, ২০২৫ at ৫:২৩ পূর্বাহ্ণ

গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স এবং অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে গত ১৪ নভেম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ডের আকবরশাহ এলাকায় লেকসিটি হাউজিং সোসাইটি প্রকল্পে পরিষ্কারপরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণচারা বিতরণ কর্মসূচি ইছহাক নুর ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত হয়। এতে শিশুদের পরিবেশ সচেতন করে তুলতে উন্মুক্ত চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এ উপলক্ষে উদ্বোধনী সভা মুক্তিযোদ্ধা এস এম লিয়াকত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ মহানগর কমান্ডের সদস্য ইঞ্জিনিয়ার মো. মুজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক মাহবুবুল আলম। স ম জিয়াউর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জান্নাতুল ফেরদৌস বৃষ্টি, মোহাম্মদ ইয়াছিন ভূঁইয়া, নজীব চৌধুরী, একরামুল হক বাবুল, সাবরিনা আফরোজা, মো. আবদুল মোমেন মোল্লা, মো. ফোরকান আলী, কাউছার শরীফ নয়ন, তাননিমা আকতার প্রিয়া, নাহিদা সুলতানা পিংকি, রাফিয়া সুলতানা মিতি, খুরশিদা খানম।

প্রধান অতিথি বলেন, চট্টগ্রামকে আধুনিক, নান্দনিকতায় গড়ে তুলতে সবুজায়নের উপর জোর দিতে হবে। মানুষের ক্রমবিকাশ বসতি গড়ার ফলে চট্টগ্রামের পাহাড় এবং বৃক্ষরাজি হুমকির মুখে। তিনি গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের মতো উদ্যোগী হয়ে বৃক্ষরোপণ ও পরিচ্ছছন্নতা কার্যক্রমকে এগিয়ে নেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান। সংগঠনের নেতৃবৃন্দ পরিষ্কারপরিচ্ছন্নতা আয়োজনে চসিক পরিচ্ছন্নতা বিভাগ সহযোগিতায় করায় কৃতজ্ঞতা জানান এবং লেকসিটি হাউজিং সোসাইটি প্রকল্পে ১০টি ময়লাআবর্জনার ফেলার বিন স্থপনের দাবি জানান।

সভা শেষে প্রধান অতিথি পরিষ্কারপরিচ্ছন্নতা কার্যক্রম, বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন। শেষে ইছহাক নূর ফাউন্ডেশনের সহযোগিতায় এলাকাবাসীর মাঝে ১০০০ চারা বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে লেভেল-এ ক্রিকেট কোচিং কোর্সের উদ্বোধন
পরবর্তী নিবন্ধবান্দরবানে বিএনপি ধানের শীষ প্রার্থী সাচিংপ্রু জেরীর নির্বাচনী পথসভা