চট্টগ্রাম জেলা দল জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে অংশ নেয়ার জন্য সিসিএস মেয়র চ্যালেঞ্জ কাপ ফুটবল টুর্নামেন্টের খেলা গত ৫ নভেম্বরের পর বন্ধ ছিল। জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে চট্টগ্রামের খেলা ইতিমধ্যেই শেষ হয়েছে। নতুন ফিকশ্চার অনুযায়ী সিসিএস মেয়র চ্যালেঞ্জ কাপ ফুটবল টুর্নামেন্টের স্থগিতকৃত খেলাসমূহ আগামী ১৮ নভেম্বর পুনরায় শুরু হচ্ছে। ফিকশ্চার অনুযায়ী আগামী ১৮ নভেম্বর মঙ্গলবার দুপুর ২.৩০ টায় চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং এস এ ফ্যামিলি স্পোর্টস চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে পরস্পরের মোকাবেলা করবে। এছাড়া ১৯ নভেম্বর একই সময়ে ব্রাদার্স ইউনিয়ন–চসিক একাদশ,২২ নভেম্বর চসিক একাদশ–মোহামেডান স্পোর্টিং ক্লাব, ২৩ নভেম্বর কল্লোল সংঘ গ্রীণ–ব্রাদার্স ইউনিয়নের মধ্যে খেলা অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টে কল্লোল সংঘ গ্রীন এবং এস এ ফ্যামিলি স্পোর্টস ক্লাব ৩টি করে খেলায় অংশ নিয়েছে। ৩ খেলা শেষে কল্লোল সংঘ গ্রীন ১ এবং এস এ ফ্যামিলি স্পোর্টস ৫ পয়েন্ট পেয়েছে। অন্যদিকে মোহামেডান,ব্রাদার্স ইউনিয়ণ এবং সিটি কর্পোরেশন ২টি করে খেলায় অংশ নিয়েছে। মোহামেডান ২ খেলা জিতে ৬ পয়েন্ট পেয়ে লিগ টেবিলের শীর্ষে আছে। ব্রাদার্স ইউনিয়ন ১ এবং সিটি কর্পোরেশন ৩ পয়েন্ট পেয়েছে। এরমধ্যে কল্লোল গ্রীণকে সেমিফাইনালে উঠার লড়াই করতে হবে। সিজেকেএস ক্লাব সমিতির উদ্যোগে এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়রের পৃষ্ঠপোষকতায় আয়োজিত সিসিএস মেয়র চ্যালেঞ্জ কাপ ফুটবল টুর্নামেন্ট গত ২৯ অক্টোবর শুরু হয়েছিল। ৫টি দল এ টুর্নামেন্টে অংশ নিচ্ছে।












