বিল ক্লিনটন, জেপি মর্গ্যানের সঙ্গে এপস্টেইনের সম্পর্ক তদন্তে মার্কিন বিচার বিভাগ

| রবিবার , ১৬ নভেম্বর, ২০২৫ at ৫:১২ পূর্বাহ্ণ

অপ্রাপ্তবয়স্কদের যৌন নির্যাতনের দায়ে দণ্ডিত অর্থায়নকারী জেফ্রি এপস্টেইনের সঙ্গে বড় বড় ব্যাংক এবং সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনসহ কয়েকজন প্রভাবশালী ডেমোক্র্যাটের কথিত সম্পর্কের বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে মার্কিন বিচার বিভাগ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি ও এফবিআইয়ের প্রতি তার অনুরোধ থাকবে, তারা যেন ক্লিনটন ও অন্যদের সঙ্গে এপস্টেইনের সম্পর্ক ও যোগসাজশে নজর দেয়। খবর বিডিনিউজের।

এর প্রত্যুত্তরে বন্ডি বলেন, তার বিভাগ গুরুত্ব ও সততার সঙ্গেই এই কাজ করবে। মার্কিন কংগ্রেস এপস্টেইনের হাজারো মেইল প্রকাশ করার কয়েকদিন পর ট্রাম্পের এ অনুরোধ এল, বলছে বিবিসি। ডেমোক্র্যাটদের অভিযোগ, এপস্টেইনের সঙ্গে নিজের সম্পর্কের বিষয়ে ওঠা প্রশ্ন থেকে মনোযোগ সরাতে ট্রাম্প চেষ্টা করছেন। মার্কিন প্রতিনিধি পরিষদের ওভারসাইট কমিটির প্রকাশিত ওই ইমেইলগুলোতে অনেক বাঘা বাঘা লোকের নাম রয়েছে। এসব ইমেইলে বহুবার ট্রাম্পেরও নাম এসেছে বলে ওয়াল স্ট্রিট জার্নালের পর্যালোচনায় বলা হয়েছে। ওই ওভারসাইট কমিটির শীর্ষ ডেমোক্র্যাট রবার্ট গার্সিয়া বলেছেন, এপস্টেইনের সঙ্গে সম্পর্ক নিয়ে নতুন যেসব গুরুতর প্রশ্ন এসেছে, তা থেকে মনোযোগ সরাতে চেষ্টা করছেন ট্রাম্প। ট্রাম্প বলেছেন, তিনি বিচার বিভাগকে ক্লিনটন ছাড়াও ব্যাংক জেপি মর্গ্যান অ্যান্ড চেজ, সাবেক অর্থমন্ত্রী ল্যারি সামার্স, লিংকডইনের প্রতিষ্ঠাতা রেইড হফম্যানের সঙ্গে এপস্টেইনের সম্পর্ক খতিয়ে দেখতে বলেছেন। হফম্যান ডেমোক্র্যাটদের চাঁদা দেওয়া অন্যতম শীর্ষ ব্যক্তি।

এপস্টেইন ডেমোক্র্যাট ছিলেন, সে ডেমোক্র্যাটদের সমস্যা, রিপাবলিকানদের নয়। তারা সবাই তার সম্বন্ধে জানে, ট্রাম্পকে নিয়ে সময় নষ্ট করো না। আমার একটা দেশ চালাতে হবে। এপস্টেইনের অপরাধ সম্পর্কে জানতেন, এমনটা জোরের সঙ্গে অস্বীকার করেছেন ক্লিনটন।

জেপি মর্গ্যান চেজের এক মুখপাত্র বলেছেন, তার প্রতিষ্ঠান এপস্টেইনের সঙ্গে সংযোগ রাখার জন্য দুঃখিত, তবে তারা তার জঘন্য অপরাধে কোনও সহায়তা করেনি।

বিল ক্লিনটন ও অন্যদের সঙ্গে এপস্টেইনের সম্পর্ক খতিয়ে দেখতে ট্রাম্প বিচার বিভাগকে আনুষ্ঠানিক অনুরোধ বা নির্দেশনা পাঠিয়েছেন, নাকি বন্ডি কেবল ট্রুথ সোশালে প্রেসিডেন্টের পোস্টের প্রত্যুত্তর দিয়েছেন তা এখনও স্পষ্ট নয়। তবে বন্ডি জানিয়েছেন, তিনি এপস্টেইনের সঙ্গে ক্লিনটন ও অন্যদের সম্পর্ক তদন্তের নেতৃত্ব দিতে মার্কিন অ্যাটর্নি জে ক্লেটনকে নিয়োগ দিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধআজ লোক থিয়েটারের একটি অবাস্তব গল্প
পরবর্তী নিবন্ধএবার প্লেনের আসন হেলাতে অতিরিক্ত অর্থ দিতে হবে যাত্রীদের