বালু উত্তোলন বন্ধ ও বিচার দাবিতে নাজিরহাট-কাজিরহাট সড়ক অবরোধ

হালদা থেকে বালু তোলার প্রতিবাদ করায় হামলা

ফটিকছড়ি প্রতিনিধি | রবিবার , ১৬ নভেম্বর, ২০২৫ at ৪:১১ পূর্বাহ্ণ

ফটিকছড়িতে হালদা নদী থেকে বালু তোলার প্রতিবাদ করায় আবু ফয়েজ তুহিনের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও নাজিরহাটকাজিরহাট সড়ক অবরোধ করেছে স্থানীয়রা। গতকাল শনিবার সকালে সুয়াবিল শাহ ছোবাহানিয়া সড়কের সামনে সকাল ১০টায় মানববন্ধন এবং পরে প্রায় আধাঘণ্টা সড়ক অবরোধ করে রাখে তারা। এ সময় বক্তব্য রাখেন আবুল কাশেম ফারুকী, মো. ইরফান উদ্দীন, আরমান উদ্দিন, এম এয়াকুব আলী বাদশা প্রমুখ। বক্তারা বলেন, হালদা নদী দেশের সম্পদ। এ নদী থেকে অবাধে বালু তোলে বিক্রি করে এলাকারা রাস্তাঘাট নষ্ট করছে। ফলে এলাকার সাধারণ মানুষ, শিক্ষার্থীসহ সবাইকে কষ্ট পেতে হয়। গত শুক্রবার হালদা নদী থেকে অবৈধভাবে বালু তুলে জিপগাড়ি করে নিয়ে যাওয়ার সময় সংগঠক আবু ফয়েজ এবং এলাকাবাসী প্রতিবাদ করে একটি জিপ আটকে দেয়। এ জন্য বালু তোলার সাথে সম্পৃক্ত মো. জসিম ক্ষুদ্ধ হয়ে তার সাঙ্গুপাঙ্গু নিয়ে ফয়েজ তুহিনকে মেরে আহত করে। আমরা দ্রুত হালদা থেকে বালু উত্তোলন এবং মাটি কাটা বন্ধসহ এ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানাচ্ছি।

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম বলেন, ঘটনার পর আমি ঘটনাস্থলে গিয়ে আহত এবং স্থানীয়দের সাথে কথা বলেছি। বালু তোলার বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান চলমান আছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে নিয়মিত মামলার মাধ্যমে ব্যবস্থা নেয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধবৈশ্বিক ইন্টারনেট স্বাধীনতার সূচকে ভারতের কাছাকাছি বাংলাদেশ
পরবর্তী নিবন্ধতোকে গুলি করে মারব না, ব্লেড দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে মারব