কুতুবদিয়ায় একদিনে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

চার দিনের ব্যবধানে মারা গেল পাঁচ শিশু

কক্সবাজার প্রতিনিধি | রবিবার , ১৬ নভেম্বর, ২০২৫ at ৪:১১ পূর্বাহ্ণ

কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়া পানিতে ডুবে একদিনে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকালে কুতুবদিয়ার কৈয়ারবিল বড় মৌলভীপাড়ায় দুই শিশু এবং দুপুরে দক্ষিণ ধুরুং কাঁচা গ্রামে আরেক শিশুর মৃত্যু হয়। এর আগে গত বুধবার পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়। এতে চার দিনের ব্যবধানে পানিতে ডুবে মারা গেল পাঁচ শিশু।

স্থানীয়রা জানান, শনিবার সকাল ৯টার দিকে কৈয়ারবিল বড় মৌলভীপাড়ার ইলিয়াছের এক বছর বয়সী ছেলে আব্দুল্লাহ বাড়ির আঙ্গিনায় খেলতে গিয়ে পুকুরে পড়ে তলিয়ে যায়। এসময় কবির আহমদের ৮ বছরের মেয়ে জোৎস্না আক্তার ওই শিশুকে উদ্ধার করতে গিয়ে সেও পুকুরে ডুবে যায়। পরে স্থানীয়রা দুই শিশুকে পুকুর থেকে উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত বলে ঘোষণা করেন।

জানা গেছে, শিশু দুটির বাবামা কক্সবাজারের রামু উপজেলার বাসিন্দা। তারা স্থানীয় শুঁটকি মহালে কাজ করতে এসে ভাড়া বাসায় থাকতেন। অপরদিকে একই দিন দুপুর ২টার দিকে দক্ষিণ ধুরুং কাঁচা গ্রামের বেলালের ছেলে তাফসীর () পুকুরে তলিয়ে যায়। পরে স্থানীয় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

কুতুবদিয়া থানার পরিদর্শক মো. আরমান হোসেন বলেন, অভিভাবকদের অসচেনতার কারণে একই দিনে কুতুবদিয়ায় তিন শিশু পানিতে ডুবে মারা গেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, গত বুধবার (১২ নভেম্বর) একই দিন উপজেলার আলী আকবর ডেইল কিরণপাড়ার মেহেদী হাসানের ছেলে আহমদ () ও লেমশীখালী মাজার পাড়ার নুর নবীর পুত্র বেলাল () পুকুরে ডুবে মারা যায় বলে জানিয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তারা।

পূর্ববর্তী নিবন্ধটেকনাফে অপহরণকারীর সন্দেহে দুইজন আটক
পরবর্তী নিবন্ধআসামি বক্তব্য দেওয়ায় চার পুলিশ বরখাস্ত