বাংলাদেশি সীফারারদের অবদানকে সম্মান জানালেন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণান

| শনিবার , ১৫ নভেম্বর, ২০২৫ at ৯:০২ অপরাহ্ণ

বাংলাদেশি মেরিন কমিউনিটি সিঙ্গাপুর (BMCS)-এর বার্ষিক মিলনমেলা আজ ১৫ নভেম্বর অনুষ্ঠিত হয় অর্কিড কান্ট্রি ক্লাবের গ্র্যান্ড বলরুমে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণান, যিনি বাংলাদেশি নাবিকদের সিঙ্গাপুরের জাহাজ শিল্পে গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করেন। তিনি বাংলাদেশকে একটি সম্ভাবনাময় জাহাজ শিল্পের দেশ হিসেবে অভিহিত করেন এবং দুই দেশের মধ্যে আরও দৃঢ় দ্বিপাক্ষিক সম্পর্কের প্রত্যাশা ব্যক্ত করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের বাষ্ট্রদূত ফেরদৌসী শাহরিয়ার, সিঙ্গাপুরের হাইকমিশনার ডেরেক লোহ, সিঙ্গাপুরের জনশক্তি মন্ত্রণালয়ের উপপ্রধান ম্যাডাম শিরিন বানু এবং মেরিটাইম অ্যান্ড পোর্ট অথোরিটি অফ সিঙ্গাপুর এর সহকারী প্রধান নির্বাহী ট্যান হো সুন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মি. ডমিনিক ইয়ং, চেয়ারম্যান, ইয়াং এস এম ও ইউ (সিঙ্গাপুর মেরিটাইম অফিসার্স ইউনিয়ন), মিস চারিস চ্যান, সহকারী মহাসচিব, সিঙ্গাপুর রেডক্রস।

BMCS সভাপতি মেরিন ইঞ্জিনিয়ার শাখাওয়াত হোসেন স্বাগত বক্তব্যে বাংলাদেশি মেরিন পেশাজীবীদের সিঙ্গাপুর ও বাংলাদেশের অর্থনীতিতে অবদানের কথা তুলে ধরেন।

মান্যবর ফেরদৌসী শাহরিয়ার তাঁর বক্তব্যে সিঙ্গাপুর কর্তৃপক্ষকে বাংলাদেশি নাবিকদের অভিবাসন নীতি সহজতর করার জন্য বিশেষ অনুরোধ জানান।

অনুষ্ঠানে BMCS-এর নিয়মিত প্রকাশনা “নোঙর” উদ্বোধন করেন ড. ভিভিয়ান বালাকৃষ্ণান ও মান্যবর ফেরদৌসী শাহরিয়ার।

এ মনোজ্ঞ সন্ধ্যার সাংস্কৃতিক পরিবেশনায় গান ও নৃত্য পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা, যা অতিথিদের আনন্দিত করে।

BMCS, ২০১৪ সালে প্রতিষ্ঠিত একটি নিবন্ধিত পেশাজীবী সংগঠন, যা সিঙ্গাপুরে বসবাসরত বাংলাদেশি মেরিন পেশাজীবীদের প্রতিনিধিত্ব করে। এর সদস্যরা শিপ ম্যানেজমেন্ট, চার্টারিং, অফশোর এনার্জি, ক্লাসিফিকেশন সোসাইটি সহ মেরিন সেক্টরের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

অনুষ্ঠান শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন সংগঠনের সাধারণ সম্পাদক মেরিন ইঞ্জিনিয়ার মোঃ আলী গওহর শাহ্রীয়ার।

অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন রাইসুল ইসলাম, রাঈদা ইবনাত হোসেন, ও মাহদিয়াত আশিক দিহান।

পূর্ববর্তী নিবন্ধমার্কস অলরাউন্ডার : বরিশাল বিভাগের প্রতিযোগিতা আঞ্চলিক পর্ব সম্পন্ন
পরবর্তী নিবন্ধটেকনাফে অপহরণকারীর সন্দেহে দুইজন আটক