বান্দরবানে নাফাখুম জলপ্রপাতে পর্যটক নিখোঁজ

বান্দরবান প্রতিনিধি | শনিবার , ১৫ নভেম্বর, ২০২৫ at ১:৩৯ অপরাহ্ণ

বান্দরবানের থানচি উপজেলায় নাফাখুম জলপ্ৰপাতে গোসলে নেমে এক পর্যটক নিখোঁজ হয়েছে। নিখোঁজর নাম মো. ইকবাল হোসেন (২৫)। শুক্রবার ১১ জনের একটি টিম ভ্রমণে গেলে সে নিখোঁজ হন।

আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, থানচি উপজেলার দুর্গম নাফাখুম জলপ্রপাত ভ্রমণে যান ঢাকা ডেমরা এলাকা থেকে আসা ১১ জনের একটি টিম। শুক্রবার বিকেলে সফরসঙ্গীদের সঙ্গে নাফাখুম জলপ্রপাতের পানিতে গোসল নামেন।

পানিতে সাঁতার কাটার সময়ে স্রোতে পানিতে ডুবে নিখোঁজ হন মো. ইকবাল হোসেন (২৫) নামে এক পর্যটক। অনেক খোঁজাখুজির পরও তাকে পাওয়া যায়নি। খবর পেয়ে বিজিবি ও আইনশৃংখলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেছেন।

স্থানীয় ট্যুরিস্ট গাইড সমিতির সাধারণ সম্পাদক মামুনুর রশীদ বলেন, পর্যটক ভ্রমণের নিষেধাজ্ঞা রয়েছে নাফাখুম৷ স্থানীয় গাইড ছাড়াই পর্যটকদের টিমটি নাফাখুম জলপ্রপাত ভ্রমণে গেছেন। প্রশাসনের নির্দেশনা মোতাবেক তীন্দু, রেমাক্রী বড়পাথর পর্যন্ত পর্যটকরা ভ্রমণ করতে পারবেন এবং স্থানীয় ট্যুরিস্ট গাইড সঙ্গে নেয়ার নিয়ম রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দীন মজুমদার জানান, পর্যটক নিখোঁজের খবর পেয়েছি। নিখোঁজ পর্যটক ইকবাল ঢাকা ডেমরা সারুলিয়া এলাকার বাসিন্দার।

পূর্ববর্তী নিবন্ধকুতুবদিয়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় ডা. এটিএম রেজাউল করিমের স্বাস্থ্যসেবা কার্যক্রমে মানুষের ঢল, চিকিৎসা নিল ১০ হাজার