জামায়াতে ইসলামীর চট্টগ্রাম টিম অঞ্চল সদস্য অধ্যাপক আহসানুল্লাহ ভুঁইয়া বলেছেন, জুলাই সনদকে আইনগত ভিত্তি দেয়ার জন্য জামায়াতে ইসলামীসহ ৮ দল দাবি জানিয়ে আসছে। সারাদেশের জনগণ জুলাই সনদের আলোকে নির্বাচন দেয়ার সমর্থন দিচ্ছে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের দিন গণভোট দিয়ে জুলাই সনদ বাস্তবায়নে তামাশা করছে। জুলাই সনদ কার্যকরে আইনগত ভিত্তি দেয়া খুবই গুরুত্বপূর্ণ। তাই জুলাই সনদ বাস্তবায়নে অবিলম্বে গণভোট দিন। আর ৮ দলের ৫ দফা দাবি বাস্তবায়ন করুন। গতকাল শুক্রবার বাদে জুমা চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে (শিকলবাহা ক্রসিং) বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দক্ষিণ জেলা আমির আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ জাকারিয়া, সাংগঠনিক সেক্রেটারি ও চট্টগ্রাম–১৩ আসনের এমপি প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাছান, অধ্যক্ষ মাওলানা ইসমাইল হক্কানী, ইঞ্জিনিয়ার শহীদুল মোস্তফা, জেলা শিবিরের সেক্রেটারি ফরমানুর রহমান জাহিন, আনোয়ারা উপজেলা আমির মাস্টার আবদুল গণি, পটিয়া উপজেলা আমির জসিম উদ্দীন, কর্ণফুলী উপজেলা আমির মাস্টার মনির আবছার চৌধুরী প্রমুখ। বিক্ষোভ মিছিল ক্রসিং থেকে আরম্ভ হয়ে মইজ্যার টেক এসে সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়। প্রেস বিজ্ঞপ্তি।











