মহেশখালীতে গাছ থেকে পড়ে মো. তামিম হোসেন আবরার (১০) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বিকাল তিনটায় উপজেলার কালারমার ছড়া ইউনিয়নের মোহাম্মদ শাহ ঘোনা গ্রামে এ ঘটনা ঘটে।
সে কালারমারছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র এবং মোহাম্মদ শাহ ঘোনা এলাকার আকতার হোসেনের পুত্র।
জানা যায়, গতকাল বিকেল ৩টায় মো. তামিম হোসেন আবরার নিজ বাড়ির উঠানে কামরাঙ্গা পাড়তে গাছে উঠে। অসাবধানতাবশত সে হঠাৎ গাছ থেকে পড়ে গিয়ে নিচে থাকা নলকূপের পাকা সিঁড়ির উপর পড়ে মাথায় মারাত্মক আঘাত পায়।
এতে প্রচুর রক্তপাত হয়।
তাকে উদ্ধার করে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
প্রতিবেশী নাজমুল হোসাইন সিদ্দিকী জানান, নিহত তামিমের পিতা আকতার হোসেন প্যারালাইসিস আক্রান্ত হয়ে বাড়িতে কর্মহীন অবস্থায় পড়ে রয়েছে।
বাবার জন্য ওষুধ কিনতে বাড়ির উঠানে থাকা গাছ থেকে কামরাঙ্গা পেড়ে বাজারে বিক্রি করার জন্য সে গাছে উঠেছিল। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।











