বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে চিটাগং ইউনিভার্সিটি সাইক্লিস্ট এবং সিইউ ব্লাড এইডার্সের যৌথ আয়োজনে ‘বিট ডায়াবেটিস উইথ এভরি পেডেল স্ট্রোক’ প্রতিপাদ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি সচেতনতামূলক বাইসাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। ডায়াবেটিস প্রতিরোধে স্বাস্থ্যকর জীবনধারা, নিয়মিত ব্যায়াম এবং পরিবেশবান্ধব যাতায়াতকে উৎসাহিত করাই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য। র্যালিটি গতকাল শুক্রবার বিকাল ৩টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে র্যালির উদ্বোধন করেন উপাচার্যের দায়িত্বপ্রাপ্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ–উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান। প্রধান অতিথি বলেন, এ ধরনের অনুষ্ঠান নিয়মিত হওয়া উচিত। মাদক কিংবা যেকোনো নেতিবাচক কার্যক্রম থেকে শিক্ষার্থীদের দূরে রাখার জন্য এ ধরনের প্রোগ্রাম উত্তম পন্থা। একজন শিক্ষার্থীর শিক্ষার জন্য ভালো স্বাস্থ্যের প্রয়োজনীয়তা অত্যন্ত অনস্বীকার্য। শারীরিকভাবে সুস্থ না থাকলে ভালোভাবে পড়াশোনা করা যায় না। স্বাস্থ্য ঠিক রাখতে হলে ব্যায়াম, হাঁটাহাঁটি কিংবা সাইকেল চালানোর বিকল্প নেই। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চবি মেডিকেল সেন্টারের সিনিয়র মেডিকেল অফিসার ডা. কে এম আতাউল গণি (পারভেজ)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চবি বাংলা বিভাগের প্রফেসর ড. মাখন চন্দ্র রায়। এছাড়া বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাইক্লিস্টসের সভাপতি মো. মশিউর রহমান ও সাধারণ সম্পাদক সালেহ যায়েদ।






