দেশ এখন নির্বাচনী ট্রেনে ওঠে গেছে

আন্দরকিল্লা ওয়ার্ডে পথসভায় সাইফুল আলম

আজাদী প্রতিবেদন | শনিবার , ১৫ নভেম্বর, ২০২৫ at ৬:১৯ পূর্বাহ্ণ

ধানের শীষের জোয়ার দেখে নির্বাচন থেকে বর্গাচাষিরা পালানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম সাইফুল আলম। তিনি বলেন, দেশ এখন নির্বাচনি ট্রেনে ওঠে গেছে।

দেশ বিরোধী গুপ্তচররা এই নির্বাচনি ট্রেন থেকে লাফ দেয়ার চেষ্টা করছে। তারা নির্বাচনের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত। তাদের সকল অপকর্ম জনগণকে সাথে নিয়ে প্রতিহত করবো। ধানের মাঠে আর বর্গাচাষ করার তাদের সুযোগ নেই। সেজন্য তারা দিশেহারা। গতকাল শুক্রবার বাদ জুমা আন্দরকিল্লা ওয়ার্ডে পথসভায় এসব কথা বলেন। চট্টগ্রাম৯ আসনের এ মনোনয়ন প্রত্যাশী শুরুতে আন্দরকিল্লা শাহী জামে মসজিদে মুসল্লিদের মাঝে বিএনপি’র ৩১ দফার লিফলেট বিতরণ করেন। পরে মিছিল সহকারে আন্দরকিল্লা, হাজারী লেইন, সিনেমা প্যালেস হয়ে লালদিঘী মসজিদ সম্মুখে গণসংযোগ, পথসভা ও লিফলেট বিতরণ কর্মসূচি সমাপ্ত করেন। এসময় উপস্থিত ছিলেন ওসমান গণি, নুর উদ্দিন সোহেল, মুজিবুর রহমান, আইনজীবী আবদুল মান্নান, এম. এ হাসনাত, সিরাজুল ইসলাম, হাজী মোহাম্মদ মহসীন, শেখ আব্বাস উদ্দিন, আনিছ আহম্মেদ বাচ্চু, আবু তাহের, মোহাম্মদ আজাদ, আজগর আলী, পছন্দ কুমার পান্ডে, আবদুল শুক্কুর, ইমরান হোসেন বাপ্পি, হানিফ খান রুবেল, ওয়াসিম, সুমন, সাইফুল, মোহাম্মদ আলী, শাহনেওয়াজ হাসান, আবু তাহের বাবুল, আবদুল জলিল, মানিক, শাহাজাহান, কাশেম, আজাদ, রাশেদ, তাহের, ইমরান, মিন্টু, সুমন, পারবেজ, বাহার রুবেল, জিএম রনি, অপু, জুয়েল।

পূর্ববর্তী নিবন্ধসব ষড়যন্ত্র প্রতিহত করে ধানের শীষ সংসদে যাবে
পরবর্তী নিবন্ধচবিতে সচেতনতামূলক বাইসাইকেল র‌্যালি