বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচনের ঘোষণা জুলাই সনদ বানচালের ষড়যন্ত্রের অংশ। জাতীয় ঐক্যমত কমিশনের সুপারিশমালায় জুলাই সনদ বাস্তবায়নের যে রূপরেখা দেয়া হয়েছে তা অনিশ্চতায় পড়েছে। জুলাই সনদের বাস্তবায়ন ও জাতীয় ঐক্যের স্বার্থে উপদেষ্টা পরিষদের হটকারী সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান। গতকাল শুক্রবার জামায়াতে ইসলামী মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের আয়োজনে হোয়ানক টাইম ইসলামী দাখিল মাদ্রাসায় মহিলা কর্মী সম্মেলন ও বিকেলে হোয়ানক টাইম বাজার মাঠে কর্মী সম্মেলনে এসব কথা বলেন। মাওলানা আব্দুল মালেকের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সৈয়দ কবিরের সঞ্চালনায় কর্মী সম্মেলনে বিশেষ অতিথি জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, সহকারী সেক্রেটারি শামসুল আলম বাহাদুর, মো. জাকের হোসাইন, কামরুল হাসান, আব্দুল আজিজ, মহেশখালী উপজেলা দক্ষিণের নায়েবে আমির মাস্টার আজিজুল হক, উপজেলা জামায়াতের দক্ষিণের সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম, হোয়ানকের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান রুহুল কাদের বাবুল, বর্তমান প্যানেল চেয়ারম্যান সেলিম সিকদার, মাওলানা ইসহাক, মুবিনুল হক খোকন, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি আবুল কাশেম প্রমুখ।












