সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ী ইউনিয়নের হযরত পীর বার আউলিয়া (রহঃ) দরগাহ শরীফের সাবেক প্রধান খাদেম ও মোতওয়াল্লী মরহুম শাহছুফি সৈয়দ মোঃ মোসলেমের দ্বিতীয় পুত্র, সোনাইছড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও চট্টগ্রাম দরবার শরীফের খলিফা সৈয়দ আবু সুফিয়ান রুবেলের পিতা সৈয়দ মোঃ মোস্তফা (৭০) গত বুধবার রাত সাড়ে দশটায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে, নাতি–নাতনিসহ অসংখ্য আত্মীয়–স্বজন ও গুণগ্রাহী রেখে যান। গত বৃহস্পতিবার বেলা ১১টায় বার আউলিয়া খাদেমবাড়ি হযরত সৈয়দ জিন্ম রশিদ শাহ (রঃ) জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা শেষে হযরত পীর বার আউলিয়া (রহঃ) দরগাহ শরীফ কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে। তাঁর মৃত্যুতে চট্টগ্রাম দরবার শরীফের সাজ্জাদানশীন আল্লামা ছৈয়দ জাফর ছাদেক শাহ (মাজিআ), সীতাকুণ্ড প্রেস ক্লাব নেতৃবৃন্দ, চট্টগ্রাম–৪ সীতাকুণ্ড আসনের বিএনপির মনোনীত প্রার্থী কাজী মোঃ সালাউদ্দিন গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।












