পাথরঘাটা ওয়ার্ডে শারীরিকভাবে প্রতিবন্ধী সংগঠনের নেতৃবৃন্দের সাথে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চট্টগ্রাম–৯ আসনে মনোনয়নপ্রাপ্ত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী চৌধুরী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার সকালে অনুষ্ঠিত উঠান বৈঠকে বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী চৌধুরী বলেন, দেশের এই ক্রান্তিকালে অন্তবর্তী সরকারের আমলে লক ডাউন ও আগুন সন্ত্রাস করে যারা কর্মসূচি দিয়ে অসহায় গরীব দুঃখী খেটে খাওয়া মেহনতি মানুষ বিশেষ করে শারীরিকভাবে প্রতিবন্ধী মানুষদের অর্থকষ্ট ও বিড়ম্বনা বাড়িয়ে তুলেছে, তারা দেশ ও জাতির শত্রু, জনগণের শত্রু। তাদের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। প্রতিবন্ধীদের প্রতি সদয় হতে তিনি সকল মহলের প্রতি আহ্বান করেন এবং লকডাউন আগুন সন্ত্রাসের মতো হিংসাত্মক কর্মসূচি পরিহার করার জন্য অনুরোধ করেন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রতিবন্ধী নুর হোসেন, অমল দাশ, কল্পনা আক্তার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












