মহানবীর (দ.) আদর্শ অনুসরণে নৈতিক ও আধ্যাত্মিক জীবনের উন্নয়ন ঘটে

ফাতেহায়ে ইয়াজদাহুম মাহফিলে আল্লামা হাছান রেজা

| শনিবার , ১৫ নভেম্বর, ২০২৫ at ৬:১০ পূর্বাহ্ণ

আল্লামা হাছান রেজা আলকাদেরী বলেছেনপ্রিয় নবী (.) কেবলই মুসলমানদের জন্য নয়, বরং তিনি তাবৎ দুনিয়ার জন্য কল্যাণ সহকারে প্রেরিত হয়েছেন। তাঁর প্রবর্তিত ইসলামিক নীতি ও মূল্যবোধসমূহ আজও মুসলিমদের জীবন পরিচালনার মূল ভিত্তি। তাই মিলাদুন্নবী কেবল একটি উদযাপন নয়, বরং যা নবীর শিক্ষা অনুসরণ করে নিজেদের জীবনকে আলোকিত করার এক সূবর্ণ সুযোগও বটে।

চান্দগাঁও খাজা রোড পাক্কা দোকান এলাকাবাসীর উদ্যোগে ৭ নভেম্বর পাক্কা দোকানের দক্ষিণ পার্শস্থ হাজী তাজুল ইসলামের বালির মাঠে আয়োজিত মিলাদ মাহফিলে তিনি উপরোক্ত মন্তব্য করেন।

মরহুম ছালেহ আহমদ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাজী নিজামুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত আলেমেদ্বীন আল্লামা হাছান রেজা আলকাদেরী।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেনওয়াছিয়া আহমদিয়া সুন্নিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ আল্লামা ছৈয়দ মুহাম্মদ আবু ছালেহ। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেনজামেয়া জমহুরিয়া ফাজিল মাদরাসার শিক্ষক মাওলানা মুহাম্মদ আবদুল হালিম রেজভী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ মফিজুর রহমান ও মাওলানা মুহাম্মদ আমিরুল ইসলাম।

পরিশেষে মিলাদ, কিয়াম, সালাতু সালাম ও আখেরী মুনাজাতের মাধ্যমে মাহফিল সমাপ্ত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসারাদেশে ধানের শীষের পক্ষে জোয়ার সৃষ্টি হয়েছে
পরবর্তী নিবন্ধপাথরঘাটা ওয়ার্ডে প্রতিবন্ধী সংগঠনের সাথে এবি পার্টির মনোনীত প্রার্থীর উঠান বৈঠক