আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গতকাল শুক্রবার দক্ষিণ রাজানগরে দিনব্যাপী ব্যাপক গণসংযোগ ও উঠান বৈঠক করেন দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডা. এটিএম রেজাউল করিম। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাট–বাজার, গ্রাম–গঞ্জ এবং ধর্মীয় প্রতিষ্ঠানে জনসাধারণের সঙ্গে কুশল বিনিময়, মতবিনিময় ও উন্নয়ন ভাবনা তুলে ধরেন তিনি।
দিনের শুরুতে তিনি দক্ষিণ রাজানগরের বিভিন্ন গ্রাম ও হাট–বাজারের মানুষের খোঁজখবর নেন, স্থানীয় সমস্যাগুলো শোনেন এবং প্রয়োজনীয় উন্নয়ন পরিকল্পনার আশ্বাস দেন। বিকেলে তিনি সোনারগাঁও দাখিল মাদ্রাসায় এবং সন্ধ্যায় ফুলবাগিচা গাবতলে অনুষ্ঠিত উঠান বৈঠকে অংশ নেন, যেখানে গ্রামীণ জনতা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।
গণসংযোগে সমবেত জনতার উদ্দেশে ডা. রেজাউল করিম বলেন, রাঙ্গুনিয়ার মানুষ পরিবর্তন চায়, উন্নয়ন চায়, শান্তি চায়। আমি রাজনীতিকে দেখছি সেবার সুযোগ হিসেবে। আপনাদের ভালোবাসা ও ভোটই আমাকে দায়িত্ব পালনের শক্তি দেবে। তিনি আরও বলেন, আমি চিকিৎসক হিসেবে মানুষের পাশে থেকেছি। এবার চাই আপনাদের প্রতিনিধি হয়ে প্রতিটি ঘরে উন্নয়ন পৌঁছে দিতে। রাঙ্গুনিয়ার রাস্তাঘাট, হাসপাতাল, স্কুল–কলেজ ও কৃষিখাতের উন্নয়নই হবে আমার প্রথম অগ্রাধিকার। তরুণদের প্রসঙ্গ টেনে তিনি জানান, আমাদের তরুণ প্রজন্মকে মাদকমুক্ত, দক্ষ ও আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে চাই। রাঙ্গুনিয়ায় কর্মসংস্থানের সুযোগ বাড়ানো হবে, যাতে যুবকদের শহরে গিয়ে কাজ খুঁজতে না হয়। তিনি আরও যোগ করেন, আমরা রাজনীতি করব মানুষের মুখে হাসি ফেরাতে। দল–মত নির্বিশেষে উন্নয়নই হবে মূল লক্ষ্য। রাঙ্গুনিয়ার প্রতিটি ঘরে আলোর ছোঁয়া পৌঁছে দেওয়াই আমার প্রতিশ্রুতি। গণসংযোগ চলাকালে তিনি দক্ষিণ রাজানগর আবদুল গনি সড়কের উন্নয়নের প্রতিশ্রুতি দেন এবং স্থানীয় বিভিন্ন মন্দিরে গিয়ে পূজারিদের খোঁজখবর নেন, তাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন প্রফেসর গফুর আহমদ, ডা. মোহাম্মদ মামুন, ডা. মোহাম্মদ নাছির, মাস্টার নজির আহমদ, মাস্টার জাহাঙ্গীর, টিপলু বড়ুয়া, মৃদুল দেওয়ানজী, মাস্টার জানে আলম, মাস্টার মফিজুর রহমান, ডাক্তার ছবুর, মাস্টার ইদ্রিস মিয়া প্রমুখ।











