প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ম্যানেজমেন্ট ট্রেইনি প্রোগ্রাম শীর্ষক সেশন

| শনিবার , ১৫ নভেম্বর, ২০২৫ at ৬:০১ পূর্বাহ্ণ

প্রিমিয়ার ইউনিভার্সিটির দামপাড়াস্থ কেন্দ্রীয় অডিটোরিয়ামে ইউনিভার্সিটির ডিরেক্টরেট অব স্টুডেন্টস ওয়েলফেয়ার (ডিএসডব্লিউ)-র উদ্যোগে ম্যানেজমেন্ট ট্রেইনি প্রোগ্রাম (এমটিপি) শীর্ষক সেশন পরিচালনা করা হয়েছে। গত ১২ নভেম্বর এই সেশন প্রিমিয়ার ইউনিভার্সিটির সদ্য স্নাতক, প্রাক্তন শিক্ষার্থী ও শেষ বর্ষের শিক্ষার্থীদের উদ্দেশ্যে পরিচালনা করে এসএপিএল ও আইএসএটিএল। প্রিমিয়ার ইউনিভার্সিটির ছাত্রকল্যাণ উপদেষ্টা ড. আবদুর রহিমের সভাপতিত্বে এই সেশনে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক এস এম নছরুল কদির। বক্তা ছিলেন এসএপিএলএর জেনারেল ম্যানেজার ও প্রধান (অপারেশনস) মো. মাহিনুল হক ও মানবসম্পদ বিভাগের প্রধান রুমি সেনগুপ্ত।

সেশনে পরে প্রশ্নোত্তর পর্ব চলে, যেখানে শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে বক্তারা সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, ‘ম্যানেজমেন্ট ট্রেইনি প্রোগ্রামে লোক নেওয়ার উদ্দেশ্য ও কারণ সম্পর্কে বিবরণ দেন। আরও বক্তব্য রাখেন এসএপিএলএর ম্যানেজমেন্ট ট্রেইনি প্রোগ্রামের কোঅর্ডিনেটর মো. তানভির ইমাম ও আইটি হেড শিমুল দে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইন্দোনেশিয়ার বিশ্ববিদ্যালয়ের সাথে সিভাসুর সমঝোতা স্মারক সই
পরবর্তী নিবন্ধশিল্পকলায় গ্রুপ থিয়েটার উৎসব উদ্বোধন