‘মানবিক চেতনায় মুখর হোক আমাদের মঞ্চ’–এই স্লোগানকে সামনে রেখে চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরামের আয়োজনে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে গতকাল শুক্রবার থেকে শুরু হয়েছে ১২ দিনব্যাপী গ্রুপ থিয়েটার উৎসব ২০২৫। উৎসব চলবে ২৫ নভেম্বর পর্যন্ত। উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অরিন্দম প্রতিনিধি নাট্যজন শিশির দত্ত, গণায়ন প্রধান অধ্যাপক ম সাইফুল আলম চৌধুরী, অঙ্গন প্রধান অধ্যাপক সনজীব বড়ুয়া, কালপুরুষ প্রধান শুভ্রা বিশ্বাস, লোক থিয়েটার প্রধান মনসুর মাসুদ, মঞ্চমুকুট নাট্যগোষ্ঠী প্রধান রূপেশ কান্তি দে, প্রসেনিয়াম প্রধান ফারজানা মুনমুন, নান্দীমুখ প্রতিনিধি ড. বিকিরণ বড়ুয়া, উত্তরাধিকার সাধারণ সম্পাদক বিটু ভৌমিক, থিয়েটার ওয়ার্কশপ প্রতিনিধি নাজিম মামুন।
গ্রুপ থিয়েটার উৎসব উদযাপন পরিষদের আহ্বায়ক খালেদ হেলালের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন, সদস্য সচিব মুহাম্মদ শাহ্ আলম। উৎসব ঘোষণাপত্র পাঠ করেন নাট্যজন সনজীব বড়ুয়া। উদ্বোধনী অনুষ্ঠানে দলীয় নৃত্য পরিবেশন করে সৃষ্টি কালচারাল ইনস্টিটিউটের শিল্পীবৃন্দ। সন্ধ্যা ৭টায় মিলনায়তনে পরিবেশিত হয় শহিদুল জহিরের গল্প অবলম্বরে আমিনুর রহমান মুকুল নির্মিত অরিন্দম নাট্য সমপ্রদায়ের নাটক ‘ডলু নদীর হাওয়া’। এই নাটকের অভিনয় করেন, মুনির হেলাল, সাবিরা সুলতানা বিনা, পার্থ চক্রবর্তী, বিবি আয়েশা, ইনান ইলহাম, চৈতি সাহা, সঞ্জয় ধর, জোবাইদা ইয়াসমিন শাকি, মাশরুর উল শহীদ, রাজদ্বীপ চৌধুরী, সত্যজিত নন্দী, সুশান্ত চৌধুরী, কাশপি আচার্য্যপূর্ণা, সপ্তর্ষী চাকমা, চিত্রা নন্দী, শিমলী দাশ, সাবরিনা সারাফ ইরা, রাহুল সরকার, রক জার্মান ডায়াস, আদৃতা সেন গুপ্ত সই, মো. জাহিদ হাসান জিহাদ, তনুশ্রী দে, প্রমি ধর। সঞ্চালনা করেন সঞ্জীব ভট্টাচার্য।
আজ উৎসবের দ্বিতীয় দিনে সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে প্রসেনিয়াম নাট্যদলের নাটক ‘নোরা কই যায়’। সকল নাট্যপ্রেমীদের উপস্থিত থাকার জন্য আয়োজকদের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। নাটকের টিকেট প্রদর্শনীর পূর্বে মিলনায়তন কাউন্টারে পাওয়া যাবে। প্রেস বিজ্ঞপ্তি।











