রাঙ্গুনিয়ায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শনিবার , ১৫ নভেম্বর, ২০২৫ at ৫:৫৯ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে। গত বৃহস্পতিবার রাতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। রাঙ্গুনিয়া থানার পুলিশ জানায়, গ্রেপ্তার মো. মুছা পূর্ব খীল মোগল এলাকার আবুল হোছেনের ছেলে। তার বিরুদ্ধে রাঙ্গুনিয়া থানার একটি মামলার যাবজ্জীবন সাজার পরোয়ানা ছিল।

রাঙ্গুনিয়া মডেল থানার ওসি এটিএম শিফাতুল মাজদার বলেন, গ্রেপ্তারের পর মো. মুছাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় আগুনে পুড়ল তিন বসতঘর ও দোকান
পরবর্তী নিবন্ধসাউদার্ন ইউনিভার্সিটিতে মানসিক স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা