হাটহাজারীতে শহীদদের স্মরণে ফুটবল ফাইনাল সম্পন্ন

| শনিবার , ১৫ নভেম্বর, ২০২৫ at ৫:৫৩ পূর্বাহ্ণ

হাটহাজারী স্পোর্টস ক্লাব আয়োজিত গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় চিটাগাং কিংস টাইব্রেকারে ৪৩ গোলে হাটহাজারী খেলোয়াড় কল্যাণ সমিতিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। শুক্রবার বিকালে হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলার নির্ধারিত সময়ে উভয় দল ১১ গোলে ড্র হয়। পরে টাইব্রেকারে খেলার নিষ্পত্তি হয়। ফাইনাল খেলায় সেরা খেলোয়াড় ও ম্যান অফ দা টুর্নামেন্ট নির্বাচিত হয় যথাক্রমে চিটাং কিংসের গোলকিপার মোহাম্মদ আনিস ও মোহাম্মদ মনসুর। ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন হাটহাজারী উপজেলা বিএনপি সদস্য সচিব গিয়াস উদ্দিন চেয়ারম্যান। ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন হাটহাজারী স্পোর্টস ক্লাবের সহসভাপতি এডভোকেট এস.এম. ফরহাদ চৌধুরী সেলিম। হাটহাজারী স্পোর্টস ক্লাবের সাধারণ সম্পাদক মো. হোসেন মেহেদীর সঞ্চালনায় এতে অতিথি ছিলেন টুর্নামেন্টের পৃষ্ঠপোষক পৌরসভা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ অহিদুল আলম। গেস্ট অব অনার ছিলেন পৌরসভা বিএনপি যুগ্ম আহবায়ক এম এ শুক্কুর মেম্বার। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান তকি,ক্রীড়া সংগঠক মোহাম্মদ জসিম উদ্দিন বাবুল, উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য খোরশেদ আলম শিমুল, চট্টগ্রাম আন্তজিলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল আজম (রাশেদ) প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম ভেন্যুতে তিনটি খেলার নিষ্পত্তি
পরবর্তী নিবন্ধদক্ষিণ হালিশহরে আন্তঃএকাডেমি কাপ ফুটবলে জিয়াউদ্দিন মন্টু স্মৃতি চ্যাম্পিয়ন