বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত নারী টি–২০ জাতীয় ক্রিকেট লিগে টানা চার জয়ের পর প্রথম পরাজয় দেখতে পেয়েছে চট্টগ্রাম বিভাগ। গতকাল শুক্রবার সাভারের বিকেএসপি মাঠে অনুষ্ঠিত নিজেদের পঞ্চম ম্যাচে খুলনা বিভাগ ৬ উইকেটে পরাজিত করে চট্টগ্রাম বিভাগকে। প্রথমে ব্যাট করে চট্টগ্রাম বিভাগ সব উইকেট হারিয়ে ১৮.৩ ওভারে ৬৫ রান সংগ্রহ করে। জবাবে খুলনা ১১.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে ৬৭ রান সংগ্রহ করে।












