দলের পারফরমেন্সে খুশি অধিনায়ক শান্ত

স্পোর্টস ডেস্ক | শনিবার , ১৫ নভেম্বর, ২০২৫ at ৫:৫৭ পূর্বাহ্ণ

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে দলের বড় জয়ে সতীর্থদের পারফরমেন্সে খুশি বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের প্রথম টেস্টে ব্যাটবল হাতে দুর্দান্ত পারফরমেন্স করে বাংলাদেশ। দলের বোলার ও ব্যাটারদের পারফরমেন্সে খুশি বাংলাদেশ দলনেতা শান্ত। ম্যাচ শেষে তিনি বলেন, ‘হ্যাঁ, অবশ্যই ম্যাচে দলের পারফরমেন্সে আমি খুশি। বিশেষ করে ওপেনিং জুটি, অসাধারণ ছিল। আশা করি তারা পরের ম্যাচেও ধারাবাহিকতা অব্যাহত রাখবে।’অভিষেক টেস্টে বল হাতে সফল স্পিনার মুরাদের প্রশংসা করে শান্ত বলেন, ‘সে (মুরাদ) অনেক দিন ধরে জাতীয় দলে সুযোগের অপেক্ষায় ছিল। প্রথমশ্রেণিতে অনেক ম্যাচ খেলেছে এবং দলের জন্য দুর্দান্ত করেছে। অবশেষে জাতীয় দলে সুযোগ হয়েছে এবং নিজের জাত চিনিয়েছে সে। আমি আশা করি, নিজের পারফরমেন্স ধরে রাখবে সে।’ সিলেটের উইকেট নিয়ে খুশি শান্ত। স্পিন সহায়ক উইকেটের পরিবর্তে স্পোর্টিং উইকেট চেয়েছিলেন তিনি। টাইগার দলনেতা বলেন, ‘অবশ্যই, আমরা এমন উইকেট চাই। আমরা স্পিনবান্ধব উইকেট চাইনি। আমরা স্পোর্টিং উইকেট চেয়েছিলাম এবং আমরা পেয়েছি। তিনচার দিন পরেও, উইকেট এখনও বেশ ভালো ছিল।’

পূর্ববর্তী নিবন্ধটেস্টে চতুর্থবারের মতো ইনিংস ব্যবধানে জয় বাংলাদেশের
পরবর্তী নিবন্ধবান্দরবানে মোটরসাইকেল খাদে, পর্যটকের মৃত্যু