মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে পুলিশের অভিযান, ৩৫ ককটেল-সরঞ্জাম জব্দ

| শনিবার , ১৫ নভেম্বর, ২০২৫ at ৫:১১ পূর্বাহ্ণ

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে ৩৫টি তাজা ককটেল ও ককটেল তৈরির সরঞ্জাম জব্দ করেছে পুলিশ। গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টায় জেনেভা ক্যাম্পে এ অভিযান শুরু করে পুলিশ। সন্ধ্যা ৭টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত অভিযান চলছে। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান। খবর বিডিনিউজের।

তিনি গণমাধ্যমে পাঠানো এক ক্ষুদে বার্তায় বলেন, মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প থেকে ৩৫টি তাজা ককটেল ও ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে ডিএমপি। এদিকে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. রফিকুল আহমেদ জানান, সন্ধ্যা ৬টায় এ অভিযান শুরু হয়। অভিযানে একটি পরিত্যক্ত ঘর থেকে ৩৫টি তাজা ককটেল জব্দ করা হয়। এ ছাড়া ককটেল তৈরির কিছু সরঞ্জাম জব্দ করা হয়। বর্তমানে তাজা ককটেলগুলো নিষ্‌ক্িরয় করার কাজ চলছে। তবে এখনও কাউকে আটক করা যায়নি। অভিযান অব্যহত আছে।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে পরিত্যক্ত স্থানে মিলল কাপড়ে মোড়ানো বিপুল অস্ত্র
পরবর্তী নিবন্ধহাসিনার বিচারের রায় ঘিরে বিশৃঙ্খলা হলে ঠেকাবে আইনশৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক দল নয় : খসরু