ঢাকার হাই কোর্টের সামনে প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে আশরাফুল হক নামে যুবকের খণ্ডিত লাশ উদ্ধারের ঘটনায় তার ‘বন্ধু’ প্রধান সন্দেহভাজন জরেজকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। শুক্রবার রাতে কুমিল্লার দাউদকান্দি থেকে তাকে গ্রেপ্তারের কথা এক বার্তায় জানিয়েছে ডিএমপি। খবর বিডিনিউজের।
বার্তায় বলা হয়েছে, ‘পরকীয়ার জেরে’ আশরাফুলকে হত্যা করা হয়, আর ঘটনার ‘মূলহোতা’ গ্রেপ্তার জরেজুল ইসলাম। এদিকে র্যাব–৩ এক বার্তায় জানিয়েছে, আশরাফুল হককে হত্যা করে লাশ খণ্ড–বিখণ্ড করার মামলার আরেক সন্দেহভাজন জরেজের প্রেমিকা শামীমাকে ‘বিভিন্ন আলামতসহ’ গ্রেপ্তার করা হয়েছে। তবে কোথা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে বলা হয়নি। বৃহস্পতিবার সন্ধ্যায় হাই কোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ মাঠের গেইটের কাছে নীল ড্রাম থেকে খণ্ড–বিখণ্ড লাশ উদ্ধার করে পুলিশ।











