জলবায়ু ন্যায়বিচারের দাবিতে প্রেস ক্লাবের সামনে তরুণদের মানববন্ধন

| শুক্রবার , ১৪ নভেম্বর, ২০২৫ at ১০:১৯ অপরাহ্ণ

চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে আজ অনুষ্ঠিত হলো Global Climate Strike 2025, যেখানে প্রধান আয়োজক হিসেবে অংশ নেয় Dhrubotara Youth Development Foundation (DYDF)। বিশ্বব্যাপী তরুণদের চলমান জলবায়ু আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ এবং বাংলাদেশের ন্যায্য জলবায়ু দাবি তুলে ধরাই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, যুব স্বেচ্ছাসেবী ও পরিবেশকর্মীরা ব্যানার-প্ল্যাকার্ড হাতে অংশ নেন। তারা জানান, জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধ, জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিত করা এবং নিরাপদ ট্রানজিশনের জন্য জরুরি পদক্ষেপ গ্রহণ এখন সময়ের দাবি।

অনুষ্ঠানে বক্তব্য দেন ধ্রুবতারা চট্টগ্রাম বিভাগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ শাহীন রানা, বিভাগীয় সভাপতি ইসমত আরা, সাধারণ সম্পাদক মোঃ আবু বক্কর এবং ধ্রুবতারা চট্টগ্রাম জেলার সভাপতি সাঈদুর রহমান ও প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেক্রেটারি আবিদা আক্তার।

বক্তারা বলেন, বাংলাদেশ বিশ্বের সবচেয়ে জলবায়ু–ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি। উপকূলীয় এলাকা, কৃষি, পানি নিরাপত্তা ও জনস্বাস্থ্য প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছে; বন্যা, খরা, লবণাক্ততা বৃদ্ধি এবং চরম আবহাওয়ায় লাখো মানুষ জীবিকা হারাচ্ছে। আন্তর্জাতিক অঙ্গনে বহু প্রতিশ্রুতি এলেও বাস্তবায়নে নেই গতি।

তাদের দাবি—“আমরা আর প্রতিশ্রুতি চাই না, চাই বাস্তবসম্মত সমাধান। উন্নত দেশগুলো অবিলম্বে কার্বন নিঃসরণ কমাবে এবং ক্ষতিগ্রস্ত দেশগুলোকে Loss & Damage তহবিল প্রদান নিশ্চিত করবে।”

আরও বলেন, বাংলাদেশের মতো ঝুঁকিপূর্ণ দেশে Locally Led Adaptation কার্যক্রম সম্প্রসারণ ছাড়া দীর্ঘমেয়াদি জলবায়ু নিরাপত্তা সম্ভব নয়। স্থানীয় কমিউনিটির জ্ঞান, অভিজ্ঞতা ও অংশগ্রহণ ছাড়া যেকোনো জলবায়ু প্রকল্প অকার্যকর হয়ে পড়বে।

মানববন্ধনকে সহায়তা করেছে Global Greengrants Fund (GGF)। প্রতিনিধিরা বলেন, তরুণদের এই আন্দোলন বৈশ্বিক জলবায়ু আলোচনায় চাপ তৈরি করবে এবং COP30–এ বাংলাদেশসহ ঝুঁকিপূর্ণ দেশগুলোর দাবি আরও জোরদার করবে। তাদের আহ্বান—
“দায়িত্বহীন প্রতিশ্রুতির সময় শেষ। এখনই জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।”
মাঠে তরুণদের অবস্থান
অংশগ্রহণকারী তরুণরা জানান, জলবায়ু সংকট শুধু পরিবেশ নয়, মানবাধিকার ও ভবিষ্যৎ প্রজন্মের অস্তিত্বের প্রশ্ন। তাদের স্লোগান—
“Protect our planet, protect our future.” চট্টগ্রামে অনুষ্ঠিত গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক তরুণদের সংগঠিত অংশগ্রহণ, বিভিন্ন সংগঠনের সহযোগিতা এবং বাংলাদেশের ন্যায়ভিত্তিক জলবায়ু দাবিকে আরও শক্তিশালী করেছে। FFF, UNFCCC, UNCCD, COP30, DYDF ও GGF–এর বার্তা ও হ্যাশট্যাগে মুখর এই মানববন্ধন আবারও স্মরণ করিয়ে দিল— সমাধান চাই এখনই, কারণ সময় আর খুব বেশি নেই।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে মনোনয়ন পরিবর্তনের দাবিতে রিভিউ চাইলেন নেতাকর্মীরা