কক্সবাজারে প্রেমিকাকে ভিডিও কলে রেখে যুবকের আত্মহত্যা

কক্সবাজার প্রতিনিধি | শুক্রবার , ১৪ নভেম্বর, ২০২৫ at ১১:২৮ পূর্বাহ্ণ

কক্সবাজারে হোটেল রুমে প্রেমিকাকে ভিডিও কলে রেখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন সৌরভ (২৫) নামের এক পর্যটক। 

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাগর পারের কলাতলীর হোটেল ওয়ার্ল্ড বিচের ৫০৬ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। পর্যটক সৌরভ সিলেট পৌরসভার বাসিন্দা।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস খান বলেন, প্রেমিকার সঙ্গে মনোমালিন্যকে কেন্দ্র করে সৌরভ ভিডিও কলে থাকা অবস্থায় গলায় ফাঁস দেন।

এ সময় সৌরভের প্রেমিকা তার বন্ধুদের ফোন দিয়ে বিষয়টি জানান। বন্ধুরা দ্রুত হোটেলে পৌঁছে দরজা বন্ধ দেখতে পান। পরে হোটেল কর্তৃপক্ষের সহায়তায় দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় সৌরভের মরদেহ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে জানা গেছে সৌরভ এর আগেও প্রেমিকার সঙ্গে অভিমান করে আত্মহত্যার চেষ্টা করেছিলেন।

ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া মোবাইল ফোন ও অন্যান্য আলামত জব্দ করা হয়েছে। সৌরভের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে পাওনা টাকা চাওয়ায় মোবাইল ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা
পরবর্তী নিবন্ধআনোয়ারায় বিএনপির মনোনীত প্রার্থীর প্রতি পূর্ণ সমর্থন