আমার স্বপ্ন এলাকার উন্নয়ন

আনোয়ারায় মতবিনিময়ে সরওয়ার জামাল নিজাম

আনোয়ারা প্রতিনিধি | শুক্রবার , ১৪ নভেম্বর, ২০২৫ at ৬:১২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম১৩ (আনোয়ারাকর্ণফুলী) আসনে বিএনপির মনোনীত প্রার্থী সরওয়ার জামাল নিজাম বলেছেন, দলের নেতাকর্মী আর সাধরণ মানুষের ভালবাসা আর সমর্থন নিয়ে আমি তিন বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। আমি এলাকার উন্নয়নে কাজ করেছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনেও আমার দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের সমর্থন নিয়ে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে জয়লাভ করবো ইনশাল্লাহ। তিনি গত বুধবার আনোয়ারা উপজেলার তৈলারদ্বীপে নিজের বাসভবনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা যুবদলের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উপজেলা যুবদলের আহ্বায়ক হারেছ আহমেদের সভাপতিত্বে ও সদস্য সচিব ফারুক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ শাহজাহান। বিশেষ অতিথি ছিলেন তরুণ শিল্প উদ্যোক্তা শাহওয়াজ জামাল নিজাম, দক্ষিণ জেলা যুবদলের সহসভাপতি নজরুল ইসলাম খোকা, যুগ্ম সম্পাদক নুরুল আলম,ইলিয়াস খান,উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলমগীর হোসেন,মোহাম্মদ ইকতিয়ার সাঈদ, আব্দুল কাদের, মোহাম্মদ রাশেদুল ইসলাম, আহমদ নুর, মোহাম্মদ ইসহাক, আব্বাছ নুর, মোহাম্মদ ইসমাইল আহাদ সুমন, মোহাম্মদ তানজীম উদ্দীন চৌধুরী, মোহাম্মদ সরোয়ার জামান, মোহাম্মদ নুরল জামান, মোহাম্মদ লোকমান উদ্দীন, মোহাম্মদ মিজানুর রহমান, মোহাম্মদ আশরাফ আলী, এম.এ খালেদ, মোহাম্মদ রাশেদ আহমেদ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধবান্দরবান ডায়াবেটিস হাসপাতালের কার্যক্রম সমপ্রসারণের উদ্যোগ
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে পাওনা টাকা চাওয়ায় মোবাইল ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা