তথ্য প্রযুক্তি নির্ভর যুগেও কারিগরি শিক্ষার বিকল্প নেই

মমতার অনুষ্ঠানে রফিক আহমদ

| শুক্রবার , ১৪ নভেম্বর, ২০২৫ at ৬:০৮ পূর্বাহ্ণ

মমতা পরিচালিত রিকভারী এন্ড অ্যাডভান্সমেন্ট অব ইনফরম্যাল সেক্টর এমপয়মেন্ট প্রকল্পের উদ্যোগে গত ১১১২ নভেম্বর ২দিন ব্যাপী শিক্ষানবীশ কার্যক্রমের আওতায় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। হালিশহরস্থ মমতা অডিটরিয়ামে অনুষ্ঠিত ওরিয়েন্টেশনে উক্ত প্রকল্পের শিক্ষানবীশ মাস্টার্স ক্রাফ্‌ট পারসনরা অংশগ্রহণ করেন। ওরিয়েন্টেশন সমাপনীতে প্রশিক্ষনার্থীদের জীবন দক্ষতা ও ক্যারিয়ারের উন্নতির বিষয়ে গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন মমতার প্রধান নির্বাহী রফিক আহমদ। এসময় মমতার সহকারী প্রধান নির্বাহী মোহাম্মদ শাহারিয়ারসহ প্রকল্প সমন্বয়কারী সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, পিকেএসএফের আর্থিক ও কারিগরী সহায়তায় মমতা রিকভারী এন্ড অ্যাডভান্সমেন্ট অব ইনফরম্যাল সেক্টর এমপয়মেন্ট প্রকল্প বাস্তবায়ন করছে। ওরিয়েন্টেশন সমাপনীতে অংশগ্রহকারীদের ব্যাগ, সাইনবোর্ড সহ অন্যান্য সহায়ক উপকরণ বিতরণ করা হয়।

প্রধান নির্বাহী রফিক আহমদ বলেন, বর্তমানে তথ্য প্রযুক্তি নির্ভর যুগেও কারিগরি শিক্ষার বিকল্প নেই। হাতেকলমে শিক্ষালব্দ কর্মদক্ষতা অর্জন করতে পারলে তা কখনো বিফলে যায় না। আমাদের দেশের অর্থনীতির চাকাকে আরও সচল করতে কর্মমুখী শিক্ষার উপর গুরুত্বারোপ করতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদেশের কাজ করার সুযোগ পেলে শিক্ষা-চিকিৎসার উন্নয়নে কাজ করব
পরবর্তী নিবন্ধদুই যুগ পর ধানের শীষে ভোট চেয়ে মাঠে নামলেন ওয়াদুদ ভূঁইয়া