খুলশী ক্লাব লিমিটেডের অর্গানাইজিং সেক্রেটারি ও রামগড় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শহীদুল ইসলাম ভুঁইয়া ফরহাদের আকস্মিক মৃত্যুতে সিনিয়র সিটিজেনস ক্লাবের পক্ষ থেকে আনুষ্ঠানিক শোকপ্রকাশ করে শোকবার্তা প্রদান করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাত ৮:৩০টায় উক্ত শোকবার্তা সিনিয়র সিটিজেনস ক্লাবের পক্ষ থেকে খুলশী ক্লাব কতৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন খুলশী ক্লাবের সদ্য প্রাক্তন প্রেসিডেন্ট আলহাজ্ব মুহাম্মাদ শামসুল আলম ও সদ্য প্রাক্তন সেক্রেটারি ডা. এম এ করিম পিএইচডি, সিনিয়র সিটিজেনস ক্লাবের আহবায়ক প্রফেসর ড. সুলতান আহমেদ ও সদস্য সচিব মনজুর আলম চৌধুরী। এসময় মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়। আরও উপস্থিত ছিলেন খুলশী ক্লাবের জয়েন্ট সেক্রেটারি সাইফুল হুদা জাহাঙ্গীর, ফিন্যান্স সেক্রেটারি ইঞ্জি. মো. সামসু উদ্দিন, ইসি সদস্য মোহাম্মদ ফখরুল আলম, সদস্য মো. হুমায়ুন কবির, মোমিন উদ্দিন খান, সাইফুর রহমান মজুমদার ও আরজু খান, সিনিয়র সিটিজেনস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য প্রফেসর ড. সেলিম উদ্দিন, আবু নাঈম চৌধুরী ও লায়ন কে আনোয়ার চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












