নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে ১৫ বছরের ভয়কে জয় করতে হবে

লিফলেট বিতরণকালে এস এম সাইফুল আলম

| শুক্রবার , ১৪ নভেম্বর, ২০২৫ at ৬:০৫ পূর্বাহ্ণ

আগামী ফেব্রুয়ারী জাতীয় নির্বাচনকে সামনে রেখে গতকাল বৃহস্পতিবার নগরীর ১৫নং বাগমনিরাম ওয়ার্ডে কাজীর দেউড়ি মোড়, কাঁচা বাজার, আবাসিক এলাকা, ব্যাটারী গলি হয়ে চট্টেশ্বরী মোড় এলাকায় লিফলেট বিতরণ করেন নগর বিএনপির যুগ্ম আহবায়ক চট্টগ্রাম ৯ আসনের সম্ভাব্য প্রার্থী এস.এম সাইফুল আলম।

এসময় উপস্থিত ছিলেন রাসেদ চৌধুরী, সদস্য সচিব সরওয়ার উদ্দীন,মো.হোসেন, পল্লব, মুন্না, এয়াকুব, টিটু, শফি, মো. শফিকুল ইসলাম খোকন, মো. সেকান্দর, মো. রুবেল, মো. জালাল, হাসিনা বেগম, হোসেন, নুর উদ্দিন, শিপন, আমান, আনোয়ার হোসেন আনু,

নুর উদ্দিন সোহেল,আবদুল হালিম, এম. এ হাসনাত, সিরাজুল ইসলাম, আনিস আহমেদ বাচ্চু, মো. আলী, হাজী মো. মহসীন, শাহ নেওয়াজ হাসান, মুজিবুর রহমান প্রমুখ। লিফলেট বিতরণকালে পথসভায় এস. এম সাইফুল আলম বলেন, দলের বৃহত্তর স্বার্থে ঐক্যের কোন বিকল্প নেই। তিনি দলের হাইকমান্ড যাকে মনোনীত করবেন তার পক্ষে নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমা ও শিশু হাসপাতালে হোপ ফাউন্ডেশন বাংলাদেশের মেডিকেল সামগ্রী প্রদান
পরবর্তী নিবন্ধশহীদুল ইসলাম ভুঁইয়া ফরহাদের মৃত্যুতে দোয়া মাহফিল