বোয়ালখালী উপজেলার ৮নং শ্রীপুর–খরন্দ্বীপ ইউনিয়নের শ্রীপুর ইমাম হাসান হোসাইন (রা.) স্মৃতি সংসদের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও সিদ্দিকে আকবর (রা.) স্মরণে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শ্রীপুর দরবার দীঘির পাড় ঈদগাঁহ ময়দানে হযরত ইমাম হাসান–হোসাইন (রা.) স্মৃতি সংসদ, গাউসিয়া কমিটি, ছাত্রসেনার সার্বিক সহযোগিতায় মাহফিল অনুষ্ঠিত হয়। স্মৃতি সংসদের সভাপতি জয়নাল আবেদীনের সঞ্চালনায় এবং বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলামের সভাপতিত্বে এতে আলোচক ছিলেন মুহাম্মদ শহিদুল্লাহ নঈমী আল–কাদেরী। প্রধান আলোচক ছিলেন দরবারে বারীয়া শরীফের সাজ্জাদানশীল সৈয়্যদ মুহাম্মদ ছৈয়দুল বারী। প্রধান অতিথি ছিলেন ইসলামী ফ্রন্ট মহানগর উত্তরের সভাপতি আব্দুন নবী। বিশেষ অতিথি ছিলেন বোয়ালখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি এম এ মন্নান, নুরুল আবছার, মুহাম্মদ নজরুল ইসলাম। উপস্থিত ছিলেন শেখ ফোরকান কাদেরী, মুজিবুর রহমান, জফুর আলম মানিক, দিদার আলম, সাজ্জাদ হোসেন, আবুল কালাম জিকু, নঈম উদ্দীন, মুহাম্মদ রিপন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।











