আজ অধ্যক্ষ মোহাম্মদ হোসেন খানের ১২তম মৃত্যুবার্ষিকী

| শুক্রবার , ১৪ নভেম্বর, ২০২৫ at ৫:৫৭ পূর্বাহ্ণ

আজ বিশিষ্ট শিক্ষাবিদ ও কলামিস্ট, ওমরগণি এমইএস কলেজ, ছাগলনাইয়া সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ ও আনোয়ারা কলেজের প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ মোহাম্মদ হোসেন খানের ১২তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে “অধ্যক্ষ মোহাম্মদ হোসেন খান ফাউন্ডেশন” এবং “মমতাজ বেগম মেমোরিয়াল ট্রাস্ট” এর উদ্যোগে পৃথক পৃথক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আগামী ১৬ নভেম্বর বেলা ১টায় ওমরগণি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজ মিলনায়তনে স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আজ বাদ জুমা চকবাজার কাপাসগোলা জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। উক্ত দোয়া মাহফিলে আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধডা. মুসা খানের ইন্তেকাল
পরবর্তী নিবন্ধকাল বৃহত্তর সুন্নী জোটের জনসভা