সুন্নীয়তের আদর্শ ও শিক্ষার প্রচার প্রসারে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে

তৈয়্যবিয়া মাদরাসায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণে মনজুর আলম মনজু

| শুক্রবার , ১৪ নভেম্বর, ২০২৫ at ৫:৫৫ পূর্বাহ্ণ

আনজুমান ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও মাদরাসা গভর্নিং বডির সভাপতি আলহাজ মোহাম্মদ মনজুর আলম মনজু বলেছেন,আজকের শিশু কিশোর জ্ঞান পিপাসু শিক্ষার্থীরাই আগামীর ভবিষ্যৎ। দৃঢ় প্রত্যয়, নিয়মিত অধ্যাবসায়, নিয়মানুবর্তিতা, শৃঙ্খলাবোধ, নিষ্ঠা ও একাগ্রতা, শিক্ষার্থীর সাফল্য নিশ্চিত করতে পারে। মানুষ গড়ার কারিগর চৌকস, মেধাবী শিক্ষকমন্ডলীর নিবিড় তত্ত্বাবধান ও অভিভাবক মহলের সদিচ্ছা, আন্তরিকতা ও শিক্ষার্থীদের পরিশ্রম সমন্বিত হলে আদর্শ ও মেধাবী সুনাগরিক তৈরীর পথ সহজ ও সুগম হয়। আনজুমান ট্রাস্ট পরিচালিত প্রতিষ্ঠান সমূহের শিক্ষার্থীদের শিক্ষা দীক্ষা, প্রজ্ঞা ও যোগ্যতা অর্জন করে অনন্য ভূমিকায় উত্তীর্ণ হতে হবে। ইসলাম ও সুন্নীয়তের আদর্শ ও শিক্ষার প্রচার প্রসারে মেধাবী শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

তিনি গতকাল বৃহস্পতিবার আনজুমানএ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট পরিচালতি বন্দরস্থ মাদরাসাএ তৈয়্যবিয়া ইসলামিয়া সুন্নিয়া মাদরাসার সংবর্ধনা ও কৃতী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত অভিমত ব্যক্ত করেন। মাদরাসার অধ্যক্ষ ও সচিব মাওলানা মুহাম্মদ বদিউল আলম রিজভির সভাপতিত্বে মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আনজুমান ট্রাস্ট সদস্য মোহাম্মদ আলী, মোহাম্মদ আবদুল হামিদ। সংবর্ধেয় অতিথি ছিলেন মুহাম্মদ ইলিয়াছ। সম্মানিত অতিথি ছিলেন সাজ্জাদ হোসেন, জাহাঙ্গীর আলম, জোবের আলম। উপস্থিত ছিলেন অধ্যাপক মোহাম্মদ আমির আলী, মোহাম্মদ মোজাহের ও মুহাম্মদ আবুল বশর,

প্রভাষক নুরুল ইসলাম। মুহাম্মদ আনিসুর রহমান রিজভি ও আতাউর রহমান কায়সারের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন মোশাররফ হোসাইন, মোহাম্মদ মুজিবুর রহমান, জান্নাতুল ফেরদৌস, জাহেদুল ইসলাম, মারুফ উদ্দিন, পারেছুল আলম, ছগীর আহমদ, এনাম উদ্দিন, আবদুল গফুর প্রমূখ। অনুষ্ঠানে কিরাত, হামদ, নাত, আবৃত্তি ও বিভিন্ন প্রতিযোগিতায় ১১৫ জনকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়। প্রধান অতিথি সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডাইরেক্টর নির্বাচিত হওয়ায় তাঁকে ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ ছাড়াও মাদরাসার গভর্নিং বডির সদস্য মোহাম্মদ ইলিয়াছ আনজুমান ট্রাস্টের সদস্য নিযুক্ত হওয়ায় তাঁকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পরিশেষে দেশ ও জাতির উন্নতি, কল্যাণ ও শান্তি কামনা মুনাজাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমানসিক ও নারীস্বাস্থ্য নিয়ে সামাজিক দৃষ্টিভঙ্গির ইতিবাচক পরিবর্তন প্রয়োজন
পরবর্তী নিবন্ধগল্প বলার গল্প