যোগ্য গ্র্যাজুয়েট হয়ে ওঠো, বিশ্বে প্রতিযোগিতা করতে প্রস্তুত হও

৩৩তম সিইউ মার্কেটিং ডে অনুষ্ঠানে চবি উপাচার্য

চবি প্রতিনিধি | শুক্রবার , ১৪ নভেম্বর, ২০২৫ at ৫:৫৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মার্কেটিং বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘৩৩তম সিইউ মার্কেটিং ডে’ এর উদ্বোধনকালে চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্‌ইয়া আখতার শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমরা যোগ্য গ্র্যাজুয়েট হয়ে গড়ে ওঠো, যাতে বিশ্বের সাথে প্রতিযোগিতা করতে পারো।

গতকাল বৃহস্পতিবার নানা আয়োজনে অনুষ্ঠিত হয় দিবসটি। সকাল সাড়ে ৯টায় র‌্যালির মাধ্যমে দিনটির কার্যক্রম শুরু হয়। এরপর ব্যবসায় প্রশাসন অনুষদের মিলনায়তনে বেলা সাড়ে ১০টায় আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এরপর ‘ক্যারিয়ার হার্ডলস’ শীর্ষক কর্পোরেট রাউন্ড টেবিল সেশন এবং উদ্যোক্তাদের নিয়ে টকশো ‘অন্ট্রপ্রাণারিয়াল ইনসাইট’ অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠান উদ্বোধন করেন চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্‌ইয়া আখতার। তিনি বলেন, আজকের আয়োজনে এলামনাইদের অংশগ্রহণ সত্যিই প্রশংসনীয়। আপনারা এ বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ অংশ। বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে আপনাদের সহযোগিতা প্রয়োজন। আমরা সবাই মিলে এ বিশ্ববিদ্যালয়কে নতুনভাবে গড়ে তুলব। শিক্ষার্থীদের সেবা প্রদান ও সুযোগসুবিধা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। আজকের এ আয়োজন শিক্ষার্থীদের নতুনভাবে অনুপ্রাণিত করবে।

গেস্ট অব অনারের বক্তব্যে ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী বলেন, মার্কেটিং বিভাগ চবির সবচেয়ে সফল বিভাগগুলোর একটি। এর অগ্রযাত্রা আরও সমৃদ্ধ হোক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চবি মার্কেটিং বিভাগের সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর। স্বাগত বক্তব্য রাখেন উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মোহাম্মদ জাভেদ হোসেন এবং সঞ্চালনা করেন সহযোগী অধ্যাপক দীপান্বিতা ভট্টাচার্য্য।

আলোচনা সভা শেষে কেক কেটে দিবসটি উদযাপন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চবি প্রক্টর প্রফেসর ড. হোসেন শহীদ সরওয়ার্দী, শাহজালাল হলের প্রভোস্ট প্রফেসর ড. ফুয়াদ হাসান, মার্কেটিং বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, সাবেক শিক্ষার্থী ও কর্মকর্তাকর্মচারীবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধনির্বাচিত হয়ে রাঙ্গুনিয়ার প্রতিটি ঘরে সেবার আলো পৌঁছে দিতে চাই
পরবর্তী নিবন্ধপতেঙ্গায় অগ্নিদুর্গতদের মাঝে যুবদলের ত্রাণসামগ্রী বিতরণ