বাঁশখালীতে গণঅধিকার পরিষদের পক্ষে নির্বাচনী লিফলেট বিতরণ

বাঁশখালী প্রতিনিধি | শুক্রবার , ১৪ নভেম্বর, ২০২৫ at ৫:৪৯ পূর্বাহ্ণ

বাঁশখালীতে গণঅধিকার পরিষদের পক্ষে দলীয় ২১ দফা কর্মসূচি বাস্তবায়নে নির্বাচনী লিফলেট বিতরণ করা হয়েছে। গতকাল গণঅধিকার পরিষদ জিওপি থেকে বাঁশখালীতে দলীয় মনোনয়ন প্রত্যাশী চট্টগ্রাম দক্ষিণ জেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব ও আইনজীবী অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আরিফুল হক তায়েফ দলীয় ২১ দফা কর্মসূচি বাস্তবায়নে নির্বাচনী লিফলেট বিতরণ করেন। বাঁশখালী পৌরসভার দক্ষিণ পাশে থানার সামনে থেকে লিফলেট বিতরণ শুরু করে পৌরসভা অফিসের সামনে এসে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন, শ্রমিক অধিকার পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি মোহাম্মদ সেলিম, জিওপি বাঁশখালী পৌরসভার সভাপতি মোহাম্মদ তাওহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ডাক্তার রেদোয়ান আযাদ, সিনিয়র সহ সভাপতি কাউছার মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ, সিনিয়র সদস্য শাহাদাত হোসেন, নবাব আলী, আনছার উদ্দিন, মিজান উদ্দিন, তোফায়েল, কলিম উদ্দিন, নজরুল ইসলাম, নুরুল কাদের, আনছার উদ্দিন শাকিল।

পূর্ববর্তী নিবন্ধদলগত ইভেন্টে রুপা ও এককে ব্রোঞ্জ পেল বাংলাদেশ
পরবর্তী নিবন্ধসাতকানিয়ায় বিএনপির অবস্থান কর্মসূচি পালিত