তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে চট্টগ্রাম-যশোর আজ মুখোমুখি

জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ১৪ নভেম্বর, ২০২৫ at ৫:১১ পূর্বাহ্ণ

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজিত তারুণ্যের উৎসব জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ আজ। এ ম্যাচে খেলবে দুই সেমিফাইনালের বিজিত দল চট্টগ্রাম এবং যশোর। চট্টগ্রাম প্রথম সেমিফাইনালে দিনাজপুরের কাছে ৩২ গোলে পরাজিত হয়। অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালে যশোর সিরাজগঞ্জের কাছে ২০ গোলে হেরে যায়। আজ শুক্রবার দুপুর ২টায় তৃতীয় স্থান নির্ধারণী এই ম্যাচটি কমলাপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হবে আগামী ২২ নভেম্বর শনিবার বেলা ২.৪৫ মিনিটে। দিনাজপুর এবং সিরাজগঞ্জের এই ফাইনাল খেলাটি একই ভেন্যু কমলাপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধসব ফেডারেশনে অভিযোগ কমিটি গঠনের নির্দেশ
পরবর্তী নিবন্ধজুম্’আর খুতবা