নিরব স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে উদীয়মান একাডেমির জয়

| শুক্রবার , ১৪ নভেম্বর, ২০২৫ at ৫:৪৬ পূর্বাহ্ণ

এস এস ক্রিকেট একাডেমি আয়োজিত নয়ন নাথ নিরব স্মৃতি ওডিআই ক্রিকেট টুর্নামেন্টে ‘ই’ গ্রুপের ম্যাচে কোয়ালিটিকে হারিয়ে উদীয়মান ক্রিকেট একাডেমি ২ উইকেটে জয়লাভ করে। প্রথমে কোয়ালিটি ব্যাট করে ২৬.৪ ওভারে সব উইকেটে ১৫৮ রান করে। রনি ৪০ রান ও আজমাইন ২১ রান করে। উদীয়মানের ওমর ফারুক ৩টি উইকেট নেয়।

জবাবে উদীয়মান ২৭.৩ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬১ রান করে। দলের আব্দুল্লাহ ৮৭ ও ইফাজ ২৪ রান করে। কোয়ালিটির ইশরাত ৪টি উইকেট নেয়। ম্যান অফ দ্যা ম্যাচ হয় বিজয়ী দলের আব্দুল্লাহ। তার হাতে পুরস্কার তুলে দেন এস এস ক্রিকেট একাডেমির পরিচালক ডা. আপন।

পূর্ববর্তী নিবন্ধজাতীয় বাস্কেটবল প্রতিযোগিতা চট্টগ্রাম ভেন্যুর ফলাফল
পরবর্তী নিবন্ধঘরের মাঠে সর্বোচ্চ দলীয় রানের নতুন রেকর্ড বাংলাদেশের