সৌদি আরবের ইসলামিক সলিডারিটি গেমসে টেবিল টেনিস মিশ্র দ্বৈত বিভাগে বাংলাদেশ ফাইনালে উঠেছে। বৃহস্পতিবার সেমিফাইনালে বাহরাইনের বিপক্ষে ৩–১ সেটে জয় পায় বাংলাদেশ। এই দিনেই বাংলাদেশ সময় রাতে তুরস্কের বিপক্ষে ফাইনাল। মিশ্র দ্বৈতে বাংলাদেশের হয়ে খেলছেন খৈ খৈ সাই মারমা ও জাভেদ আহমেদ। প্রথম গেমে ১৩–১১ পয়েন্টে বাংলাদেশ জিতে। দ্বিতীয় গেমে বাহরাইন ৭–১১ পয়েন্টে সমতা আনে। তৃতীয় গেমে ১২–১০ পয়েন্টে জিতে বাংলাদেশ আবার লিড নেয়। তৃতীয় সেটে বাহরাইন লড়াই করলেও চতুর্থ গেমে পারেনি। চতুর্থ সেটে জাভেদ–খৈ খৈর কাছে ১১–৩ পয়েন্টে হারে তারা। বাংলাদেশ টেবিল টেনিসে ইসলামিক গেমসে এবারই প্রথম পদক পেয়েছে। দক্ষিণ এশিয়ার বাইরেও টিটির এটি প্রথম পদক। আগের দিন সেমিফাইনালে উঠায় ব্রোঞ্জ নিশ্চিত হয়েছিল। গতকাল ফাইনালে উঠায় আরেক ধাপ ওপরে রৌপ্য নিশ্চিত করেছে।











