হাটহাজারীতে দুই নারীসহ গ্রেপ্তার ৫

অটোরিকশা চালকের লাশ উদ্ধারের ঘটনা

হাটহাজারী প্রতিনিধি | শুক্রবার , ১৪ নভেম্বর, ২০২৫ at ৫:০১ পূর্বাহ্ণ

হাটহাজারীতে মো. জাফর নামের এক বৃদ্ধ অটোরিকশা চালকের লাশ উদ্ধারের ঘটনায় দুই নারীসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, মো. রুবেল (৩২), জান্নাতুল ফারিয়া রিয়া প্রকাশ রিয়া মনি (২০), শিরু আক্তার (৪৫), মো. জাবেদ হোসেন (২৫) ও মো. মুন্না (২৪)। এদের মধ্যে জাবেদ ও মুন্নাকে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর করার দায়ে গ্রেপ্তার করা হয়। গত বুধবার দিবাগত রাতে ঘটনাস্থল এবং বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় ।

স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেপ্তার রুবেল হাটহাজারী পৌরসভা ২নং ওয়ার্ডের মৌলভী পাড়ার সিদ্দিকের বাড়ির মৃত আব্দুল করিমের ছেলে, রিয়া মনি ফতেপুর ইউনিয়নের মদনহাটস্থ মেহেরনেগা মৃত নাছির উদ্দিনের মেয়ে, শিরু আক্তার উপজেলার নাঙ্গলমোড়া ইউপির আমিন মাঝির বাড়ির ফুল মিয়ার মেয়ে।

গত বুধবার দিবাগত রাতে হাটহাজারী মডেল থানাধীন দক্ষিণ পাহাড়তলী সিটি কর্পোরেশনের ১নং ওয়াডস্থ ফকিরখীল এলাকার সুলতান কোম্পানি বাড়ির সামনে পাকা রাস্তার পাশে সিএনজি যোগে এনে অটোরিকশা চালক মাহমুদাবাদ এলাকার রিয়াজুদ্দিনের বাড়ির বাসিন্দা মো. জাফরের মৃতদেহ ফেলে চলে যাওয়ার সময় স্থানীয়দের সহায়তায় পুলিশ সিএনজি টেঙি চালককে আটক করে। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে আরও ২ জন মহিলাকে গ্রেপ্তার করা হয়।

এদিকে গ্রেপ্তার সিএনজি চালক রুবেলকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে কিছু উচ্ছৃঙ্খল লোক। তারা পুলিশের ওপর আক্রমন করে এবং পুলিশের গাড়ি ভাঙচুর করে। এ ঘটনায় পুলিশ দক্ষিণ পাহাড়তলী সিটি কর্পোরেশনের ১নং ওয়ার্ডস্থ নন্দীরহাট এলাকার রিয়াজ উদ্দীন বাড়ির মো. ইলিয়াছের ছেলে মো. জাবেদ হোসেন এবং একই ওয়ার্ডের গোল মোহাম্মদ বাড়ির মৃত ইদ্রিসের ছেলে মো. মুন্না (২৪) কে গ্রেপ্তার করে। হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনজুর কাদের ভুঁইয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

পূর্ববর্তী নিবন্ধপতিত স্বৈরাচারের পুনর্বাসন জনগণ রুখে দাঁড়াবে
পরবর্তী নিবন্ধবাংলাদেশি বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয়গুরু ড. জ্ঞানশ্রী মহাথের আর নেই