আঞ্জুমান মুফিদুল ইসলামের ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট প্রতিষ্ঠায় আলোচনা

| শুক্রবার , ১৪ নভেম্বর, ২০২৫ at ৪:১১ পূর্বাহ্ণ

আঞ্জুমান মুফিদুল ইসলাম, চট্টগ্রামের আনোয়ারা জাকারিয়া এতিমখানায় একটি ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট প্রতিষ্ঠা করার জন্য যুক্তরাষ্ট্র প্রবাসী প্রকৌশলী ফজলে করিম চৌধুরী কর্তৃক আঞ্জুমান মুফিদুল ইসলাম চট্টগ্রামের সভাপতি ও সিএমপি কমিশনার হাসিব আজিজের সাথে গতকাল বৃহস্পতিবার দামপাড়াস্থ পুলিশ লাইনে সিএমপি কমিশনারের অফিস কক্ষে সাক্ষাৎ করেন।

ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট প্রতিষ্ঠায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়ল সহ সভাপতি ও দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হুমায়ুন কবির, সহসভাপতি মোহাম্মদ ইউসূফ সর্দার, সহসভাপতি অধ্যাপক কাজী শাহাদাত হোসেন, কোষাধ্যক্ষ মোরশেদুল আলম কাদেরী, সহসধারণ সম্পাদক কাজী আশেকে এলাহী, নির্বাহী সদস্য মোহাম্মদ হরমুজ শাহ বেলাল ও মোহাম্মদ ওসমান গণি, সহকারী পরিচালক মোহাম্মদ সেলিম নাসের। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে যুবলীগ ও ছাত্রলীগের ৭ কর্মী গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধনিমতলায় পাওয়া গেল সেই গাড়ি, মিলল না ৩৬ লাখ টাকা