নিয়োগ পাওয়া এবং দায়িত্ব গ্রহণ কোনোটার এক মাসও অতিক্রম হয়নি। এরমধ্যেই গতকাল চট্টগ্রামের জেলা প্রশাসক সাইফুল ইসলামকে বদলি করা হয়েছে। তার জায়গায় নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি বর্তমানে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক হিসেবে কর্মরত রয়েছেন। গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন–২ শাখার উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে এ আদেশ হয়। এর আগে গত ১৬ অক্টোবর ফেনীর জেলা প্রশাসক সাইফুল ইসলামকে চট্টগ্রামের জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়। এরই প্রেক্ষিতে গত ১৯ অক্টোবর তিনি চট্টগ্রামে যোগদান করেছিলেন। গতকালের প্রজ্ঞাপন অনুযায়ী তিনি নৌপরিবহন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
এদিকে নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসনে রদবদলের অংশ হিসেবে দুটি পৃথক আদেশে আরও ২৩ জেলায় নতুন জেলা প্রশাসককে দায়িত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে গতকাল রাতের দ্বিতীয় প্রজ্ঞাপনে ১৫ জেলায় নতুন ডিসি পাঠানোর পাশাপাশি আগের দুই ডিসির বদলির আদেশ বাতিল করা হয়। এ নিয়ে এক সপ্তাহের মধ্যে মোট ৫০ জেলা নতুন ডিসি পেল। এদিন চার বিভাগে নতুন বিভাগীয় কমিশনারও দিয়েছে সরকার। এরমধ্যে তিনজন নতুন এবং একজনকে এক বিভাগ থেকে অন্যত্র বদলি করা হয়েছে।










