নগরীর আগ্রাবাদ এলাকায় ব্যাংক থেকে তোলা নগদ ৩৬ লাখ টাকা এবং ৫৫ লাখ টাকা দামের টয়োটা কোম্পানির ‘করোলা ক্রস’ গাড়িসহ পালানো ড্রাইভারের কোনো হদিস মিলেনি, তবে পরিত্যক্ত অবস্থায় গাড়িটি গতকাল বিকেলে বন্দরের নিমতলার সন্নিকট থেকে উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ড্রাইভার মোহাম্মদ নুরুন্নবী গাড়িটি ওখানে রেখে টাকাগুলো নিয়ে গা ঢাকা দিয়েছে। তার মোবাইল ফোন বন্ধ রয়েছে। উল্লেখ্য, কদমতলী এলাকার ইক্যুইপমেন্ট ব্যবসা প্রতিষ্ঠান ই এল কর্পোরেশনের মালিক আবু এরশাদ গত বুধবার ব্র্যাক ব্যাংক বহদ্দারহাট শাখা থেকে নগদ ৩৬ লাখ টাকা তোলেন। তিনি আরো কিছু টাকা তোলার জন্য আগ্রাবাদ এনআরবিসি ব্যাংকে যান। সেখানে গাড়িতে টাকাগুলো রেখে তিনি ব্যাংকে উঠেন। ব্যাংক থেকে নামার পর দেখেন, চালক মোহাম্মদ নুরুন্নবী টাকাসহ গাড়ি নিয়ে উধাও হয়ে গেছে।
ডবলমুরিং থানায় ঘটনার ব্যাপারে মামলা রুজু করা হয়। গতকাল বিকেলে বন্দরের নিমতলা এলাকায় পরিত্যক্ত অবস্থায় গাড়িটি পাওয়া গেলেও চালক লাপাত্তা রয়েছে। চালক মোহাম্মদ নুরুন্নবীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে ডবলমুরিং থানা পুলিশ জানিয়েছে।











