দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক আবু সুফিয়ান বলেছেন, দীর্ঘ ১৬ বছর ধরে জনগণ তার ভোটাধিকার থেকে বঞ্চিত। তাই আগামী নির্বাচন গণতন্ত্র পুনরুদ্ধারের নির্বাচন। কোন অপশক্তি নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবেনা। ছাত্র–জনতার রক্তে এদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। গণঅভ্যুত্থানে স্বৈরাচারি, খুনি হাসিনা তার দলবল নিয়ে পালিয়ে গেছে। সুতরাং জনগণকে নতুন করে জুজুর ভয় দেখিয়ে লাভ নেই। আগামী নির্বাচনে ব্যালট বিপ্লবের মাধ্যমে জনগণ তাদের পছন্দের সরকার প্রতিষ্ঠা করবে।
তিনি গত ১২ নভেম্বর আন্দরকিল্লা ওয়ার্ডে রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফার লিফলেট বিতরণ ও শীষের পক্ষে গণসংযোগকালে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ওয়ার্ড বিএনপির আহবায়ক আলাউদ্দিন আলী নুরের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য খোরশেদ আলম, আনোয়ার হোসেন লিপু, হেলাল চৌধুরী, গিয়াস উদ্দিন ভূইয়া, এম এ হামিদ, শফিক আহমদ,মো. শাহালম, ইব্রাহিম বাচ্চু, নাজমুল হক নাজু। ওয়ার্ড বিএনপির সদস্য সচিব ওসমান গণির সঞ্চালনায় এতে বক্তব্য দেন কলিমু্দ্দিন, আলমগীর চৌধুরী, জাহাঙ্গীর আলম রেজা, আলী আজগর, প্রশান্ত কুমার পাণ্ডে, কামাল উদ্দিন দুলাল, আফসার হোসেন, আবুল বশর, আলী আকবর, সাইফুল আলম নিরব, মিঠুন দাশ, জিয়া উদ্দিন, আবুল হাশেম, মো. হারুন, মো. বাপ্পি, আবুল কালাম, শাহআলম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।











