মহেশখালীতে আ. লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

মহেশখালী প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৩ নভেম্বর, ২০২৫ at ৫:৫৬ পূর্বাহ্ণ

মহেশখালীতে ইউনিয়ন আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার উপজেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার হোয়ানক ইউনিয়নের হরিয়ার ছড়া এলাকার মো. ইসহাকের পুত্র নুর মোহাম্মদ (৫২) ও কুতুবজোম ইউনিয়নের খোন্দকার পাড়া এলাকার মনির আহমদের পুত্র কলিম উল্লাহ (৩২)। তাদের মধ্যে নুর মোহাম্মদ ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও কলিম উল্লাহ ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক।

মহেশখালী থানার ওসি মঞ্জুরুল হক গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, তাদের উভয়ের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধইপসার উৎসে বর্জ্য পৃথকীকরণ হাউস হোল্ড ক্যাম্পেইন
পরবর্তী নিবন্ধনোয়াপাড়ায় বিএনপির মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ