ওল্ড প্ল্যাসিডিয়ানস’ অ্যাসোসিয়েশনের (ওপা) এএজেড–ওশেনিয়া সিডনি, অস্ট্রেলিয়ায় তাদের প্রথম পুনর্মিলনী উদযাপন করেছে। যেখানে সেন্ট প্ল্যাসিডস স্কুল ও কলেজের প্রাক্তন ছাত্ররা একটি স্মরণীয় দিন কাটিয়েছেন পুনঃসংযোগ, প্রতিফলন এবং উদযাপনের মাধ্যমে। অনুষ্ঠানটি রেড রোজ ফাংশন সেন্টারে অনুষ্ঠিত হয়, যেখানে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিভিন্ন প্রান্ত থেকে ৩৫ জনেরও বেশি সেন্ট প্ল্যাসিডস স্কুল ও কলেজের প্রাক্তন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। শুভেচ্ছা বক্তব্য দেন, প্রসেনজিৎ দস্তিদার (জনি)। অনুষ্ঠান উদ্বোধন করেন ওপা বাংলাদেশের প্রাক্তন সভাপতি আমানত হোসেন ও শক্ষিকা মেরি জাসিন্তা ডি’সাঙ্গেস।
অনুষ্ঠানে পারফর্ম করেন মেলবোর্ন–ভিত্তিক শিল্পী আদিলা নূর। ধন্যবাদসূচক বক্তব্য দেন, আবরার চৌধুরী। তিনি আগামী বছরের ওপা এএনজেড–ওশেনিয়া পুনর্মিলনীর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ধারণা চান। বক্তৃতায় সামাজিক কার্যক্রমের উদ্যোগ এবং প্রতি বছর একটি পুনর্মিলনী আয়োজনের পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়, যা অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে ওপা এএনজেড নেটওয়ার্ককে আরও শক্তিশালী করবে। অনুষ্ঠান শেষে পরিবেশটি হাসি, স্মৃতি এবং পুনর্মিলনের অনুভূতিতে পরিপূর্ণ হয়ে ওঠে। প্রেস বিজ্ঞপ্তি।











