ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে হালিশহর এইচ ব্লকে চসিকের ক্রাশ প্রোগ্রাম

| বৃহস্পতিবার , ১৩ নভেম্বর, ২০২৫ at ৫:১১ পূর্বাহ্ণ

সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের নির্দেশক্রমে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ২৫ নং রামপুরা ওয়ার্ডস্থ হালিশহর এইচ ব্লক ও আশপাশের এলাকায় ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে মশক নিধন ক্রাশ প্রোগ্রাম এবং পরিষ্কারপরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। কর্মসূচির আওতায় নগরের ২৫টি ঝুঁকিপূর্ণ এলাকায় একযোগে মশক নিধন ও বর্জ্য অপসারণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

পাশাপাশি বিভিন্ন ওয়ার্ডে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি ও আইন প্রয়োগ কার্যক্রম অব্যাহত রয়েছে। অভিযান চলাকালে উপস্থিত ছিলেন চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব আশরাফুল আমিন, ম্যালেরিয়া ও মশক নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. শরফুল ইসলাম মাহি, উপপ্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা প্রণব কুমার শর্মা, মেয়রের একান্ত সহকারী মারুফুল হক চৌধুরী, পরিচ্ছন্ন কর্মকর্তা আলী আকবর, জাহেদ উল্লাহ রাশেদ ও আর কে লিটনসহ স্থানীয় এলাকাবাসী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহিরো আলমকে গ্রেপ্তারে পরোয়ানা
পরবর্তী নিবন্ধদেড়শ ছাড়িয়ে জয়, বড় সংগ্রহের পথে বাংলাদেশ